ঢাকা
খ্রিস্টাব্দ

আত্রাইয়ে স্বেচ্ছাসেবক দলের নেতার উপর হামলা,গ্রেফতার -১

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

মোঃ নাসির উদ্দিন চঞ্চল | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
আত্রাই, নওগাঁ
শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ১০.৩৬ অপরাহ্ন

আপডেট : শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ১০.৩৬ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 887411 জন

  • নিউজটি দেখেছেনঃ 887411 জন
আত্রাইয়ে স্বেচ্ছাসেবক দলের নেতার উপর হামলা,গ্রেফতার -১
ছবি : সংবাদদাতা প্রেরিত।

নওগাঁর আত্রাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজাদ আলীর (৪৫) ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর পুলিশ একজনকে গ্রেফতার করেছে।


স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক  আজাদ আলীর সাথে দীর্ঘ দিন থেকে জামাজমিকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল পার্শবর্তী গুড়নই গ্রামের আব্দুলের ছেলে হিমেলদের সাথে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার আজাদ আলী গুড়নই বাজারে চা স্টলে গেলে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের লোকজন তার ওপর হামলা চালিয়ে আহত করে।


পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেন। এ ব্যাপারে আজাদের ছোট ভাই আব্দুর রাজ্জাক বাদী হয়ে আত্রাই থানায় ৮ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত ১০/১৫ নামে একটি মামলা দায়ের করেন।


এ মামলায় পুলিশ গুড়নই গ্রামের গোলাপ (৫৫) নামের এক আসামিকে গ্রেফতার করা হয়েছে । আত্রাই থানার ওসি সাহাবুদ্দিন বলেন, মামলা দায়েরের পর একজনকে গ্রেফতার করা হয়েছে। অন্যরা গা ঢাকা দিয়েছে। এলাকার পরিস্থিতিস্বাভাবিক রয়েছে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

মোঃ নাসির উদ্দিন চঞ্চল | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
আত্রাই, নওগাঁ
শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ১০.৩৬ অপরাহ্ন
আপডেট : শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ১০.৩৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ