ঢাকা
খ্রিস্টাব্দ

মিরসরাইয়ে হুমকি-হামলার বিরুদ্ধে সাংবাদিকদের ঐক্য

`সাংবাদিক হামলার ঘটনায় নিন্দা ও কঠোর হুশিয়ারি গণমাধ্যমকর্মীদের'
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব সংবাদাতা | লাল সবুজ বাংলাদেশ
মিরসরাই (চট্টগ্রাম)
মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ৪.২৬ অপরাহ্ন

আপডেট : মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ৪.৩০ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1353498 জন

  • নিউজটি দেখেছেনঃ 1353498 জন
মিরসরাইয়ে হুমকি-হামলার বিরুদ্ধে সাংবাদিকদের ঐক্য

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় কর্মরত সকল সাংবাদিকদের সমন্বয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলা পরিষদের কনফারেন্স রুমে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্বে করেন মিরসরাই প্রেসক্লাবের সাবেক সভাপতি নুরুল আলম।


মতবিনিময় সভায় সাংবাদিকরা বলেন, দায়িত্বরত সাংবাদিকদের উপর হামলা, অশোভন আচরণ, কটুক্তি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বিদ্বেষ ছড়ানো নিন্দনীয়। সম্প্রতি সংবাদকর্মী আশরাফ উদ্দীনের উপরে হামলাকারীদের কাউকে ছাড় দেওয়া হবে না। হুমকি-ধমকি দিয়ে অন্যায়ের বিরুদ্ধে কলম বন্ধ করা যাবে না। যারা সাংবাদিকদের উপর হামলা করেছেন, হুমকি দিচ্ছেন তাদের কাউকে ছাড় দেওয়া হবেনা। জীবনবাজি রেখেই সমাজের অসঙ্গতিগুলো তুলে ধরে সাংবাদিকরা। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করায় প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। যেটি সাংবাদিক সমাজ কোনোভাবেই মেনে নিতে পারে না। 


সিনিয়র সাংবাদিক এম মাঈন উদ্দিন ও আনোয়ারুল হক নিজামের যৌথ সঞ্চানলায় মনবিনিময় সভায় বক্তব্য রাখেন সমকালের মিরসরাই প্রতিনিধি বিপুল দাশ, ব্লাক আই সম্পাদক আবু সুফিয়ান, দৈনিক লাল সবুজ বাংলাদেশ সম্পাদক নয়ন কান্তি ধুম, আলোকিত বাংলাদেশের প্রতিনিধি আবু সাঈদ ভূঁইয়া, বণিক বার্তার প্রতিনিধি রাজু কুমার দে, মানবকন্ঠের প্রতিনিধি নাছির উদ্দিন, জনকন্ঠের প্রতিনিধি রাজিব মজুমদার, বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি এম আনোয়ার হোসেন, প্রথম আলোর প্রতিনিধি ইকবাল হোসেন, দেশ বর্তমানের প্রতিনিধি আশরাফ উদ্দিন, ইত্তেফাকের মো. ইউছুফ প্রমুখ।


মতবিনিময় সভায় সাংবাদিকরা আরো বলেন, আমরা দেখতে পাচ্ছি সারাদেশে গণমাধ্যম কর্মীদের ওপর হামলা, হত্যার হুমকিসহ বিভিন্নভাবে নির্যাতন হচ্ছে। যখনই আমরা কোনো দুর্নীতি কিংবা অন্যায়ের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করি তখনই চালানো হয় এসব নির্যাতন। আমরা স্বাধীন দেশের স্বাধীন পেশা সাংবাদিকতাকে পরাধীন হতে দেবো না। অন্যায়ের বিরুদ্ধে আমাদের লেখনি অব্যাহত থাকবে। এসময় তারা সাংবাদিক আশরাফের উপর হামলাকারীদের এবং অন্যান্য সাংবাদিকদের হুমকিদাতাদের অবিলম্বে গ্রেফতার এবং দৃষ্টান্তমমূলক শাস্তির দাবি জানিয়েছে।


মতবিনিময় সভায় মিরসরাই উপজেলার কর্মরত সকল সাংবাদিক উপস্থিত ছিলেন।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | সারাদেশ
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব সংবাদাতা | লাল সবুজ বাংলাদেশ
মিরসরাই (চট্টগ্রাম)
মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ৪.২৬ অপরাহ্ন
আপডেট : মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ৪.৩০ অপরাহ্ন