ঢাকা
খ্রিস্টাব্দ

হাইওয়ে পুলিশ এবং সশস্ত্র বাহিনীর যৌথ চেকপোষ্ট

রংপুরে ২৯ বোতল ফেনসিডিল সহ দুইজন আসামি গ্রেফতার

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

মাসুম পারভেজ | সংবাদদাতা
রংপুর
সোমবার, ২৫ আগস্ট ২০২৫, ২.০৪ অপরাহ্ন

আপডেট : সোমবার, ২৫ আগস্ট ২০২৫, ২.০৪ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 218689 জন

  • নিউজটি দেখেছেনঃ 218689 জন
রংপুরে ২৯ বোতল ফেনসিডিল সহ দুইজন আসামি গ্রেফতার
- ছবি সংবাদদাতা প্রেরিত।


হাইওয়ে পুলিশ রংপুর রিজিয়নের বোদা হাইওয়ে থানা এবং সশস্ত্র বাহিনীর বোদা ক্যাম্প এর যৌথ চেকপোষ্টে ২৯ বোতল ফেনসিডিল, একটি মোটরসাইকেল সহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। 


পুুলিশ সূত্র জানায়, সোমবার গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনী বোদা ক্যাম্প এবং হাইওয়ে পুলিশের বোদা হাইওয়ে থানা  মহাসড়কে যৌথ চেকপোস্টে  পঞ্চগড় জেলার বোদা থানাধীন নাজির পাড়া গ্রামস্থ বোদা বাইপাস তিন রাস্তার মোড় শাবাবা প্লাজার সামনে মহাসড়কে পাকা রাস্তার উপর মোটরসাইকেল চেকিং করা কালে মোটরসাইকেল চালক মোঃ সম্রাট ইসঃ(১৯), পিতা- মোঃ রশিদুল ইসলাম এবং মোঃ জনি ইসলাম(২৪), পিতা মোঃ আছাবর রহমান, উভয় সাং-লাউ থুতি, থানা ভুল্লী, জেলা- ঠাকুরগাঁও দ্বয়কে তল্লাসী করে তাদের হেফাজতে থাকা বাজারের ব্যাগের ভিতর মোট ২৯ বোতল ভারতীয় আমদানী নিষিদ্ধ ফেনসিডিল ও ১ টি ১৫০ সিসি হাঙ্ক মোটর সাইকেল উদ্ধার এবং জব্দ করে পুলিশ।


এ প্রসঙ্গে হাইওয়ে পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন বাংলাদেশ সেনাবাহিনী এবং হাইওয়ে পুলিশের মহাসড়কের যৌথ চেকপোস্ট কার্যক্রম আগামী দিনগুলিতে আরো জোরদার করা হবে। বিগত বেশ কিছুদিন যাবত সশস্ত্র বাহিনীর সাথে হাইওয়ে পুলিশ একসাথে মহাসড়কের নিরাপত্তায় রংপুর রিজিয়নে সমন্বিতভাবে  কাজ করে যাচ্ছে। গত কয়েক মাসে সশস্ত্র বাহিনীর সহায়তায় হাইওয়ে পুলিশ রংপুর রিজিয়ন  আইন অমান্যকারী যানবাহনের বিরুদ্ধে সহস্রাধিক প্রসিকিউশন দাখিল করেছে।  এর ফলে মহাসড়কের মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তা বৃদ্ধি পেয়েছে এবং সড়কে যানবাহনের শৃঙ্খলা আরেকটা ফিরে এসেছে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | সারাদেশ
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

মাসুম পারভেজ | সংবাদদাতা
রংপুর
সোমবার, ২৫ আগস্ট ২০২৫, ২.০৪ অপরাহ্ন
আপডেট : সোমবার, ২৫ আগস্ট ২০২৫, ২.০৪ অপরাহ্ন