News Link: https://dailylalsobujbd.com/news/35N
হাইওয়ে পুলিশ রংপুর রিজিয়নের বোদা হাইওয়ে থানা এবং সশস্ত্র বাহিনীর বোদা ক্যাম্প এর যৌথ চেকপোষ্টে ২৯ বোতল ফেনসিডিল, একটি মোটরসাইকেল সহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
পুুলিশ সূত্র জানায়, সোমবার গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনী বোদা ক্যাম্প এবং হাইওয়ে পুলিশের বোদা হাইওয়ে থানা মহাসড়কে যৌথ চেকপোস্টে পঞ্চগড় জেলার বোদা থানাধীন নাজির পাড়া গ্রামস্থ বোদা বাইপাস তিন রাস্তার মোড় শাবাবা প্লাজার সামনে মহাসড়কে পাকা রাস্তার উপর মোটরসাইকেল চেকিং করা কালে মোটরসাইকেল চালক মোঃ সম্রাট ইসঃ(১৯), পিতা- মোঃ রশিদুল ইসলাম এবং মোঃ জনি ইসলাম(২৪), পিতা মোঃ আছাবর রহমান, উভয় সাং-লাউ থুতি, থানা ভুল্লী, জেলা- ঠাকুরগাঁও দ্বয়কে তল্লাসী করে তাদের হেফাজতে থাকা বাজারের ব্যাগের ভিতর মোট ২৯ বোতল ভারতীয় আমদানী নিষিদ্ধ ফেনসিডিল ও ১ টি ১৫০ সিসি হাঙ্ক মোটর সাইকেল উদ্ধার এবং জব্দ করে পুলিশ।
এ প্রসঙ্গে হাইওয়ে পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন বাংলাদেশ সেনাবাহিনী এবং হাইওয়ে পুলিশের মহাসড়কের যৌথ চেকপোস্ট কার্যক্রম আগামী দিনগুলিতে আরো জোরদার করা হবে। বিগত বেশ কিছুদিন যাবত সশস্ত্র বাহিনীর সাথে হাইওয়ে পুলিশ একসাথে মহাসড়কের নিরাপত্তায় রংপুর রিজিয়নে সমন্বিতভাবে কাজ করে যাচ্ছে। গত কয়েক মাসে সশস্ত্র বাহিনীর সহায়তায় হাইওয়ে পুলিশ রংপুর রিজিয়ন আইন অমান্যকারী যানবাহনের বিরুদ্ধে সহস্রাধিক প্রসিকিউশন দাখিল করেছে। এর ফলে মহাসড়কের মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তা বৃদ্ধি পেয়েছে এবং সড়কে যানবাহনের শৃঙ্খলা আরেকটা ফিরে এসেছে।