ঢাকা
খ্রিস্টাব্দ

ক্যারিবীয় শিবিরে জোড়া আঘাত তাসকিনের

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

| ক্রীড়া ডেস্ক:
শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৯.৩৯ অপরাহ্ন

আপডেট : শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৯.৩৯ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1429526 জন

  • নিউজটি দেখেছেনঃ 1429526 জন
ক্যারিবীয় শিবিরে জোড়া আঘাত তাসকিনের
ছবি : সংগৃহীত

দুটি টেস্ট সিরিজে ধবলধোলাইয়ের পর ওয়েস্ট ইন্ডিজের মাটিতে একই ফরম্যাটে খেলতে নেমেছে বাংলাদেশ। অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে মেহেদী হাসান মিরাজের দলের সামনে ঘুরে দাঁড়ানোর বড় চ্যালেঞ্জ। সিরিজের প্রথম টেস্টে টস জিতে অধিনায়ক মিরাজ আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন। শুরু থেকে টাইট বোলিংয়ে ক্যারিবীয়দের চাপে রাখলেও সাফল্য এলো ম্যাচের চতুর্দশ ওভারে।



স্বাগতিক অধিনায়ক ক্রেইগ ব্রাফেটকে এলবিডব্লু’র ফাঁদে ফেলে বাংলাদেশকে প্রথম সাফল্য দিলেন তাসকিন আহমেদ। এর আগপর্যন্ত অবশ্য ডানহাতি এই ব্যাটারকে বেশ সংগ্রাম করতে হয়েছে। আউট হয়ে ফেরার আগে খেলেছেন ৩৮ বলে ৪ রানের ইনিংস। তাসকিনের কিছুটা লাফিয়ে ওঠা অফ-স্টাম্পের বলে ব্যাট চালিয়ে স্পর্শ পাননি ব্রাফেট। ছোট ফাঁকা জায়গা খুঁজে নিয়ে বল আঘাত হানে তার পায়ে। রিভিউ নিয়েও সফল হননি ব্রাফেট।



দলীয় ২৫ রানে প্রথম উইকেট হারায় ক্যারিবীয়রা। পরের ওভারে আক্রমণে এসে আবারও সফল তাসকিন। ওয়ানডাউনে নামা কেসি কার্টি তার বলে ফ্লিক করতে গিয়ে মিড অনে ক্যাচ দিয়েছেন তাইজুল ইসলামের হাতে। ৮ বল খেলে ফিরলেন ০ রানে। আর কোনো রান যোগ না হতেই স্বাগতিকদের দ্বিতীয় উইকেটের পতন হলো।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

| ক্রীড়া ডেস্ক:
শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৯.৩৯ অপরাহ্ন
আপডেট : শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৯.৩৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ