ঢাকা
খ্রিস্টাব্দ

তামান্না ভাটিয়ার বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির অভিযোগে ৮ ঘণ্টার জিজ্ঞাসাবাদ

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

বিনোদন ডেস্ক ;
নিউজটি দেখেছেনঃ 1699236 জন
  • নিউজটি দেখেছেনঃ 1699236 জন
তামান্না ভাটিয়ার বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির অভিযোগে ৮ ঘণ্টার জিজ্ঞাসাবাদ
ছবি : সংগৃহীত

বর্তমানে দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া সাফল্যের শিখরে। সদ্য মুক্তিপ্রাপ্ত ‘স্ত্রী ২’-এর আইটেম গান ‘আজ কি রাত’ নিয়ে তিনি দারুণ আলোচনা সৃষ্টি করেছেন। তবে অভিনেত্রীর নাম এখন জড়িয়েছে একটি আর্থিক কেলেঙ্কারির মামলায়।


গত বৃহস্পতিবার মুম্বাইয়ের ইডি দপ্তরে হাজির হন তামান্না, যেখানে তাকে ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়। অভিযোগ অনুযায়ী, তিনি একটি মোবাইল অ্যাপের প্রচারে যুক্ত ছিলেন, যা আর্থিক দুর্নীতি করছে। ইডি’র তদন্তে জানা যায়, এই অ্যাপের মাধ্যমে অবৈধভাবে জনপ্রিয় সিরিজ ও আইপিএল স্ট্রিমিং করা হচ্ছে।


মোবাইল স্ট্রিমিং অ্যাপ ‘ফায়ার প্লে’-এর বিরুদ্ধে অভিযোগ এসেছে ভায়াকম ১৮-এর পক্ষ থেকে। তারা দাবি করেছে, তামান্না ও অন্যান্যদের বিরুদ্ধে কার্যকরী ব্যবস্থা নেওয়া হবে, কারণ এটির ফলে তাদের আর্থিক ক্ষতি হচ্ছে। তামান্নার পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

বিনোদন ডেস্ক ;

আপডেট :