ঢাকা
খ্রিস্টাব্দ

৭৬ ফোন, ২৭৯ সিমকার্ডসহ ইউপি চেয়ারম্যান আটক

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার :

আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1760796 জন

  • নিউজটি দেখেছেনঃ 1760796 জন
৭৬ ফোন, ২৭৯ সিমকার্ডসহ ইউপি চেয়ারম্যান আটক
ছবি : সংগৃহীত

সরকারি বরাদ্দের টাকা আত্মসাতের অভিযোগে নোয়াখালীর হাতিয়া উপজেলার ৪ নং নলছিরা ইউনিয়নের চেয়ারম্যান মুনছুর উল্লাহ শিবলীকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী কন্টিনজেন্ট। বুধবার (১১ সেপ্টেম্বর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য জানায়।


আইএসপিআর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে হাতিয়া পৌরসভার ওছখালী বাজার পৌর সুপারমার্কেট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে বুধবার সংশ্লিষ্ট থানায় তাকে হস্তান্তর করা হয়।


 

এ সময় আটককৃত চেয়ারম্যানের বাড়িতে অভিযান চালিয়ে ২৭৯ টি সিমকার্ড, ৭৬টি মোবাইল ফোনসেট জব্দ করা হয়। এসব ফোন এবং সিমকার্ড ব্যবহার করে বিপুল অংকের সরকারি টাকা বিকাশ, নগদ ও রকেট অ্যাকাউন্টের মাধ্যমে উত্তোলনের আলামত পাওয়া যায়। 


জানা যায়, প্রতিবন্ধী, শিক্ষা, বিধবা, বয়স্ক  ভাতাসহ বিভিন্ন সরকারি অর্থ ইউনিয়নের জন্য বরাদ্দ আসে। যার বড় একটি অংশ এসব মোবাইল ও সিমকার্ড-এর মাধ্যমে অবৈধভাবে উত্তোলন করে আত্মসাৎ করা হতো।



আইএসপিআর আরো জানায়, পরবর্তীতে আটককৃত ব্যক্তিকে জব্দকৃত মোবাইল, সিমকার্ডসহ হাতিয়া থানায় হস্তান্তর করে নৌবাহিনী। বর্তমান সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে হাতিয়াসহ দায়িত্বপূর্ণ এলাকাসমূহে যৌথ বাহিনীর নিয়মিত অভিযান ও টহল পরিচালনা করে আসছে বাংলাদেশ নৌবাহিনী। দেশের কল্যাণে নৌবাহিনীর এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার :

আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ