হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তারের তিন দিন পর জামিনে মুক্তি পেলেন জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। আজ মঙ্গলবার (২১ মে) বিকেল সাড়ে ৩টার দিকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে তিনি মুক্তি পান।
কাশিমপুর মহিলা কারাগারের সিনিয়র জেল সুপার কাওয়ালীন নাহার বিষয়টি নিশ্চিত করে বলেন, “দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে নুসরাত ফারিয়ার জামিনের কাগজ কারাগারে পৌঁছায়। সব আনুষ্ঠানিকতা শেষ করে বিকেলে তাকে স্বজনদের জিম্মায় মুক্তি দেওয়া হয়েছে।”
এর আগে সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত তার জামিন মঞ্জুর করেন। আদালতের আদেশ পাওয়ার পর দ্রুত তার মুক্তির প্রক্রিয়া শুরু হয়।
প্রসঙ্গত, গত রোববার (১৯ মে) সকালে থাইল্যান্ডে যাওয়ার উদ্দেশ্যে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গেলে ইমিগ্রেশন চেকপোস্ট থেকে নুসরাত ফারিয়াকে আটক করে পুলিশ। এরপর তাকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় এবং পরে গ্রেপ্তার দেখানো হয়।
মামলার নথি অনুযায়ী, ২০২4 সালের ১৯ জুলাই রাজধানীর ভাটারা এলাকায় ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান চলাকালে এনামুল হক (৩৫) নামের এক ব্যক্তি গুলিবিদ্ধ হন। পরে তিনি চলতি বছরের ৩ মে ঢাকার সিএমএম আদালতে ২৮৩ জনকে আসামি করে একটি নালিশি মামলা করেন। এই মামলায় নুসরাত ফারিয়াসহ ১৭ জন অভিনেতা-অভিনেত্রীকেও আসামি করা হয়।
আদালতের নির্দেশে ৩ মে মামলাটি নিয়মিত এজাহার হিসেবে রেকর্ড করা হয়। প্রায় দুই সপ্তাহ পর নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার করে পুলিশ।বর্তমানে জামিনে মুক্ত থাকলেও মামলার তদন্ত চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।