ঢাকা
খ্রিস্টাব্দ

কুমিল্লার এমপি বাহার ও তার কন্যা সূচনার ১৭ কোটি টাকা জব্দ করেছে: সিআইডি

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

সাকিব হোসেইন | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
কুমিল্লা
সোমবার, ২৮ জুলাই ২০২৫, ১১.২৮ অপরাহ্ন

আপডেট : সোমবার, ২৮ জুলাই ২০২৫, ১১.২৮ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 365689 জন

  • নিউজটি দেখেছেনঃ 365689 জন
কুমিল্লার এমপি বাহার ও তার কন্যা সূচনার ১৭ কোটি টাকা জব্দ করেছে: সিআইডি
ছবি : সংবাদদাতা প্রেরিত।

কুমিল্লা-৬ (কুমিল্লা সদর) আসনের সাবেক সংসদ সদস্য এবং মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি আ ক ম বাহাউদ্দিন বাহার ও তার মেয়ে কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র তাহসিন বাহার সূচনার নামে থাকা ১৭ কোটি ৩৯ লাখ ৯৭ হাজার ৬০০ টাকা জব্দ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।


সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিটের অনুসন্ধানে জানা যায়, বাহার ও সূচনা দীর্ঘদিন ধরে প্রতারণা, জাল-জালিয়াতি, কমিশন বানিজ্য, হুন্ডির মাধ্যমে অবৈধভাবে অর্থ সংগ্রহ ও বিদেশে পাচারের সঙ্গে জড়িত। তাদের ব্যক্তিগত ও স্বার্থ সংশ্লিষ্ট ১৭টি ব্যাংকের ৫৩টি হিসাব চিহ্নিত করে জব্দ করা হয়েছে উল্লেখিত পরিমাণ অর্থ।


সোমবার (২৮ জুলাই) বিকেলে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিআইডি জানায়, মানি লন্ডারিং প্রতিরোধ আইনে তাদের বিরুদ্ধে দ্রুত আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।


উল্লেখ্য, গত ৫ আগস্ট দেশের রাজনৈতিক পালাবদলের পর আওয়ামী লীগ সরকার পতনের পরপরই আ ক ম বাহাউদ্দিন বাহার ও তাহসিন বাহার সূচনা আত্মগোপনে চলে যান। পরিবার সূত্রে জানা গেছে, তারা প্রথমে ভারতে পরে সংযুক্ত আরব আমিরাতে যান, বর্তমানে ইউরোপের এক দেশে অবস্থান করছেন বলে ধারণা করা হচ্ছে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

সাকিব হোসেইন | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
কুমিল্লা
সোমবার, ২৮ জুলাই ২০২৫, ১১.২৮ অপরাহ্ন
আপডেট : সোমবার, ২৮ জুলাই ২০২৫, ১১.২৮ অপরাহ্ন