রাজধানীর মোহাম্মাদপুরে একটি বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে ডাকাতির ঘটনা ঘটেছে, যেখানে দুর্বৃত্তরা ৭৫ লাখ টাকা এবং ৬০ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়েছে।
১১ অক্টোবর শুক্রবার রাত সাড়ে ৩টার দিকে সংঘবদ্ধ ডাকাতদল সেনাবাহিনী ও র্যাবের ইউনিফর্ম পরে এসে এই ঘটনা ঘটায়। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, ১৫ থেকে ২০ জনের একটি দল চার-পাঁচটি হাইস গাড়ি নিয়ে আসে, যার মধ্যে বেশিরভাগই সেনাবাহিনীর পোশাক পরা ছিল।
ভুক্তভোগী আবুবক্কর সিদ্দিক বলেন, তারা গেট খুলতে বললে, গেট খুলে দেওয়ার পর দুইজন তাকে আটক করে অস্ত্রের হুমকি দেয়। পরে তারা বাড়িটি তল্লাশি করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে চলে যায়।
বাসিন্দারা জানান, ডাকাতদলটি যৌথবাহিনীর পরিচয়ে প্রবেশ করে, এবং তারা বাসার আসবাবপত্র ভাঙচুরসহ ব্যবসাপ্রতিষ্ঠানের সিসি ক্যামেরাও নষ্ট করে। ডাকাতির পর তারা বিশাল অঙ্কের অর্থ ও মূল্যবান পণ্য নিয়ে পালিয়ে যায়।