ঢাকা
খ্রিস্টাব্দ

সোনাগাজী উপজেলা বিএনপির সভাপতি ‘গিয়াস উদ্দিন’র মৃত্যু

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

হাসান মাহমুদ, ফেনী ।।
নিউজটি দেখেছেনঃ 1593076 জন
  • নিউজটি দেখেছেনঃ 1593076 জন
সোনাগাজী উপজেলা বিএনপির সভাপতি ‘গিয়াস উদ্দিন’র মৃত্যু
ছবি- সদ্য প্রয়াত গিয়াস উদ্দিন।

ফেনীর সোনাগাজী উপজেলা বিএনপির সভাপতি ও চরচান্দিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গিয়াস উদ্দিন (৫৯) আর নেই, তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে। শনিবার রাত সাড়ে ১০টার দিকে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি হাসপাতালে নেয়ার পথে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এর আগে তিনি ফেনীর একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলৈন।



গিয়াস উদ্দীন চেয়ারম্যান এলাকার উন্নয়ন এবং রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন। তার মৃত্যুর খবর শুনে স্থানীয় বিএনপি ও সাধারণ মানুষের মধ্যে শোকের আবহ সৃষ্টি হয়েছে। তিনি এলাকার জনগণের মধ্যে একটি বিশেষ স্থান দখল করেছিলেন। 



স্থানীয় রাজনৈতিক নেতারা এবং সমর্থকরা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। আগামীকাল জানাজার জন্য তার মরদেহ সোনাগাজীতে আনা হবে, যেখানে স্থানীয় জনগণ ও নেতৃবৃন্দ তাকে শেষ শ্রদ্ধা জানাবেন।



তার মৃত্যুতে শোক জানিয়েছেনে জেলা বিএনপি’র আহবায়ক শেখ ফরিদ বাহার, সদস্য সচিব আলাল উদ্দিন আলালসহ জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

হাসান মাহমুদ, ফেনী ।।

আপডেট :