ঢাকা
খ্রিস্টাব্দ

মাদারীপুর শিবচরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

শাখাওয়াত হোসেন মোল্লা | সংবাদদাতা
শিবচর (মাদারীপুর)
বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ৫.০৫ অপরাহ্ন

আপডেট : বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ৫.০৫ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 951706 জন

  • নিউজটি দেখেছেনঃ 951706 জন
মাদারীপুর শিবচরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে  শ্রমিকের মৃত্যু
- ছবি সংবাদদাতা প্রেরিত।

মাদারীপুর জেলার শিবচরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোঃ মাজেদ আলী (৪২) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (১২ মার্চ) রাত ৮টার দিকে পাঁচ্চর বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন একটি বহুতল নির্মাণাধীন ভবনে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত মাজেদ আলী গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার মনোহরপুর এলাকার আব্দুল আজাদ আলী ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শিবচরের মাদবরেরচর ইউনিয়নের পাঁচ্চর বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন বহুতল ভবন নির্মাণাধীন একটি মার্কেটে কাজ করেছিলেন মাজেদ আলী।

ভবনটির ছাদের ওপরে রড বাঁধতে ছিল তবে রডের বাড়তি অংশ বিদ্যুতের তারে স্পর্শ লাগলে বিদ্যুৎস্পৃষ্ট হন মাজেদ আলী। এতে গুরুতর হলে তাকে উদ্ধার করে প্রথমে পাঁচ্চর রয়েল হসপিটালে নিয়ে যায় তার পর   শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

এ ধরনের দুর্ঘটনা এড়াতে নির্মাণকাজে বাড়তি সতর্কতা অবলম্বন এবং বিদ্যুৎ বিভাগের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শিবচর থানার উপ-পরির্দশক (এসআই) অলিউর রহমান জানান, বিষয়টি খুব দুঃখজনক  বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | সারাদেশ
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

শাখাওয়াত হোসেন মোল্লা | সংবাদদাতা
শিবচর (মাদারীপুর)
বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ৫.০৫ অপরাহ্ন
আপডেট : বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ৫.০৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ