ঢাকা
খ্রিস্টাব্দ

কাঁচা মরিচের দামে দুর্বৃত্তপনা: ব্যবসায়ীকে জরিমানা

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব সংবাদাদাতা, মিরসরাই।।
নিউজটি দেখেছেনঃ 1631990 জন
  • নিউজটি দেখেছেনঃ 1631990 জন
কাঁচা মরিচের দামে দুর্বৃত্তপনা: ব্যবসায়ীকে জরিমানা
বড়তাকিয়া বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত চক্রবর্তী, -ছবি।

চট্টগ্রামের মিরসরাইয়ে কাঁচা মরিচের দামে কারসাজি করার জন্য একজন ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। সরকারের তরফ থেকে বাজার মূল্যের অস্বাভাবিক ওঠানামা প্রতিরোধের জন্য এ ধরনের পদক্ষেপ নেওয়া হয়। ব্যবসায়ীর বিরুদ্ধে অভিযোগ ছিল যে তিনি কৃত্রিমভাবে দাম বাড়িয়ে বিক্রি করেছেন, যা ভোক্তাদের জন্য অযৌক্তিক। এই ধরনের কার্যক্রমের মাধ্যমে বাজারে অস্থিরতা সৃষ্টি হওয়ায় প্রশাসন জরিমানা করেছে। 



এই অভিযোগে, ২০ হাজার টাকা জরিমানা গুনতে হয়েছে নজরুল ইসলাম নামের এক দোকানিকে। সোমবার (২৮ অক্টোবর) দুপুরে উপজেলার বড়তাকিয়া বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে  এই জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত চক্রবর্তী।



এছাড়া বেশি দাম নেওয়ায় আরও এক ব্যবসায়ীকে ৫০০ টাকা জরিমানা করা হয়। এসময় উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায় ও প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জাকিরুল ফরিদ উপস্থিত ছিলেন।



উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত চক্রবর্তী জানান, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন বাজারে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় বড়তাকিয়া বাজারে এক ব্যবসায়ীকে আড়ত থেকে ১২১ টাকায় কাঁচামরিচ কিনে খুচরা ব্যবসায়ীদের কাছে ১৬০ টাকা দরে বিক্রি করায় তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব সংবাদাদাতা, মিরসরাই।।

আপডেট :