ঢাকা ও নয়াদিল্লি দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়নে গুরুত্বারোপ করেছে। দুই পক্ষই একসঙ্গে কাজ করার প্রয়োজনীয়তা অনুভব করছে।
বুধবার (২ অক্টোবর) ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এই বিষয়ে আলোচনা করেন।
বৈঠকে তারা ভারতীয় হাইকমিশনের নিয়মিত ভিসা প্রক্রিয়া পুনরায় চালুর ওপর গুরুত্ব দেন এবং দ্বিপাক্ষিক বিষয়গুলো নিয়ে আলোচনা করেন।
তৌহিদ হোসেন নিউইয়র্কে জাতিসংঘের ৭৯তম অধিবেশনে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের সঙ্গে তাঁর বৈঠক সম্পর্কেও কথা বলেন। তারা বাণিজ্য, চলমান উন্নয়ন প্রকল্প এবং দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক বৃদ্ধি নিয়ে আলোচনা করেন।