স্টাফ রিপোর্টার: পবিত্র হজের প্রাথমিক নিবন্ধন ১ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে এবং এটি ৩০ নভেম্বর পর্যন্ত চলবে। চলতি মাসের মধ্যে এক হাজার ৮৭ জন হজযাত্রী নিবন্ধন করেছেন, যার মধ্যে সরকারি মাধ্যমে ৬৩৪ জন এবং বেসরকারি মাধ্যমে ৪৫৫ জন।
ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, হজ প্যাকেজ আগামী অক্টোবরের মধ্যেই ঘোষণা করা হবে। বর্তমানে ধর্ম বিষয়ক উপদেষ্টা এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা সৌদি সফরে রয়েছেন, যেখানে তারা হজযাত্রীদের জন্য বাড়ি ভাড়া এবং অন্যান্য খরচের বিষয়ে আলোচনা করবেন। উপদেষ্টার নেতৃত্বে প্রতিনিধি দল ৭ অক্টোবর দেশে ফিরবে।
হজ এজেন্সি মালিকরা বলছেন, প্যাকেজ ঘোষণার আগেই অনেকেই নিবন্ধনে আগ্রহী হচ্ছেন না। নিবন্ধনের জন্য আগের বা নতুন প্রাক-নিবন্ধিত যেকোনো ব্যক্তি তিন লাখ টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন করতে পারবেন। সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমের প্রাক-নিবন্ধন ফি ৩০ হাজার টাকা।
বাংলাদেশের জন্য আগামী বছর হজযাত্রীর কোটা নির্ধারিত হয়েছে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন। এ কোটা পূর্ণ হলে নিবন্ধন কার্যক্রম স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে।
এ বছর সাধারণ প্যাকেজে সরকারি ব্যবস্থাপনায় হজ পালনের খরচ ৫ লাখ ৭৮ হাজার ৮৪০ টাকা এবং বিশেষ প্যাকেজে ৯ লাখ ৩৬ হাজার ৩২০ টাকা নির্ধারণ করা হয়েছে।
নিবন্ধনের জন্য ই-হজ সিস্টেম এবং মোবাইল অ্যাপ ব্যবহার করে সরকারি মাধ্যমে আবেদন করা যাবে, এছাড়া অনুমোদিত এজেন্সির মাধ্যমে বেসরকারি নিবন্ধন সম্পন্ন করতে হবে। বিশেষ অসুস্থতা ও গর্ভাবস্থায় হজ নিবন্ধনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হয়েছে।