ঢাকা
খ্রিস্টাব্দ

দেশের চতুর্দশ প্রধান নির্বাচন কমিশনার এম এম নাসির উদ্দীন

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

অনলাইন ডেস্ক রিপোর্ট | লাল সবুজ বাংলাদেশ
ঢাকা অফিস
বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৩.৪৭ অপরাহ্ন

আপডেট : বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৩.৪৭ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1434992 জন

  • নিউজটি দেখেছেনঃ 1434992 জন
দেশের চতুর্দশ প্রধান নির্বাচন কমিশনার এম এম নাসির উদ্দীন
ছবি- এ এম এম নাসির উদ্দীন

দেশের চতুর্দশ সিইসি হিসেবে নিয়োগ পেয়েছেন অবসরপ্রাপ্ত সচিব এ এম এম নাসির উদ্দীন। তাকে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দিয়ে নতুন পাঁচ সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তার সাংবিধানিক ক্ষমতা প্রয়োগ করে এ নিয়োগ ঘোষণা করেছেন। এ কমিশনের ওপর থাকবে পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের ভার।


নতুন কমিশনে নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ প্রাপ্তরা হলেন- সাবেক অতিরিক্ত সচিব আনোয়ারুল ইসলাম সরকার, সাবেক জেলা ও দায়রা জজ আবদুর রহমানেল মাসুদ, সাবেক যুগ্ম সচিব বেগম তহমিদা আহমদ এবং অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ।


বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ দুইটি আলাদা প্রজ্ঞাপনে এই নিয়োগের কথা জানান। এর আগে নির্বাচন কমিশন পুনর্গঠনে ২৯ অক্টোবর একটি ছয় সদস্যের সার্চ কমিটি গঠন করা হয়, যার নেতৃত্বে ছিলেন আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। কমিটি প্রস্তাবিত ১০ জনের একটি তালিকা রাষ্ট্রপতির কাছে পাঠানো হয় এবং তার ভিত্তিতে নতুন কমিশন গঠন করা হয়।


আগের নির্বাচন কমিশন, যা ২০২২ সালের ২৭ ফেব্রুয়ারিতে কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বে গঠন করা হয়েছিল, দায়িত্বে থাকা সবাই ৫ সেপ্টেম্বর একযোগে পদত্যাগ করেন। এরপর প্রায় সাড়ে তিন মাস নির্বাচন কমিশন শূন্য ছিল।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

অনলাইন ডেস্ক রিপোর্ট | লাল সবুজ বাংলাদেশ
ঢাকা অফিস
বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৩.৪৭ অপরাহ্ন
আপডেট : বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৩.৪৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ