বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলাবাহিনী। রবিবার (২৭ অক্টোবর) দুপুরে বসুন্ধরার নিজ বাড়িতেই ছিলেন তিনি। বসুন্ধরা আবাসিক এলাকা থেকে ডিবি পুলিশের একটি দল তাকে গ্রেফতার করেছে বলে গনমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন ডিবিপ্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক।
তার বিরুদ্ধে নির্বাচনী এলাকা চট্টগ্রাম- ১ (মিরসরাই) -এর জোরারগঞ্জ থানা এবং মিরসরাই থানায় একাধিক মামলা রয়েছে। তবে কোন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে এখনো বিস্থারিত কিছু জানা যায়নি।