ফেনীর সোনাগাজীতে নিষিদ্ধ সংগঠন ছাত্র লীগের জাহেদুল আলম উজ্জ্বল নামে এক পৌর ছাত্র লীগ নেতাকে গ্রেফতার করেছে সোনাগাজী মডেল থানা পুলিশ।
গতকাল মঙ্গলবার ৯ সেপ্টেম্বর গভীর রাতে সোনাগাজী পৌর শহরের ৪নং ওয়ার্ডের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। সে ওই ওয়ার্ডের মৃত দেলোয়ার হোসেনের পুত্র।
পুলিশ জানায়, ওই দিন গভীররাতে গোপন সংবাদের ভিত্তিতে উজ্জ্বলের অবস্থান জানতে পেরে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। উজ্জ্বল সর্বশেষ সোনাগাজী পৌর ছাত্রলীগ সভাপতি প্রার্থী ছিলেন।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বায়েজিদ আকন্দ ছাত্রলীগ নেতা গ্রেফতার সত্যতা নিশ্চিত করেছেন।