ঢাকা
খ্রিস্টাব্দ

অপরাধে সংশ্লিষ্ট বিতর্কিত কর্মকর্তাদের আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫, ১২.৪৩ পূর্বাহ্ন

আপডেট : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫, ১২.৪৩ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1120306 জন

  • নিউজটি দেখেছেনঃ 1120306 জন
অপরাধে সংশ্লিষ্ট বিতর্কিত কর্মকর্তাদের আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
আনসার ও ভিডিপি সদর দপ্তর পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ ৫ আগস্টের আগে আওয়ামী লীগ সরকারের সময়ে অপরাধ ও বিতর্কিত ভূমিকায় জড়িত পুলিশসহ সরকারি কর্মকর্তাদের ধরা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার (১৫ জানুয়ারি) বেলা ১১টায় আনসার ও ভিডিপি সদর দপ্তর পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।


স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ছাগলকাণ্ডের মতিউরকে কিন্তু আজকে ধরা হয়েছে। আস্তে আস্তে বের করে সবাইকে ধরা হবে। বিতর্কিত ভূমিকার পরও অনেক পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে কারো কারো পদোন্নতি দেওয়া হয়েছে।


এদিকে যারা ট্রেনিং শেষ করেছেন তাদের অনেককে অব্যাহতি দেওয়া হয়েছে।

এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, যেসব পুলিশ কর্মকর্তার ভূমিকা ছিল, ফুটেজ আছে তাদের কিন্তু ধরা হচ্ছে, চেষ্টা চলছে। প্রতিদিন দু-একজন করে ধরা পড়ছেন। যেমন আজকে মতিউরকে ধরা হয়েছে। তাকেও এতদিন ধরা যায়নি। অন্যদেরও ধরা হবে, আইনের আওতায় আনা হবে।


স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, সব তো একদিনে ধরা যায় না, অনেকে তো লুকিয়ে আছে। তাদের খুঁজে খুঁজে একে একে সবাইকে ধরা হবে। কনস্টেবল থেকে শুরু করে ডিসি পদমর্যাদার পুলিশ সদস্যরা সরাসরি গুলি করেছেন। অভিযোগ আছে তাদের পদায়ন, বদলি, পদোন্নতি দিয়েছেন।


এ সম্পর্কে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ইনকোয়ারির পর যাদের বিরুদ্ধে তথ্য-প্রমাণ পাওয়া যাচ্ছে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। ধরা তো হচ্ছে। দেখেন ধরা হয়েছে, ধরার পর আবার এক ওসি পালিয়েও গেছে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫, ১২.৪৩ পূর্বাহ্ন
আপডেট : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫, ১২.৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ