ঢাকা
খ্রিস্টাব্দ

বগুড়ায় ট্রেন লাইনচ্যুত, ঢাকার সাথে উত্তরের রেল যোগাযোগ বন্ধ

দৈনিক লাল সবুজ বাংলাদেশ


আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1837182 জন

  • নিউজটি দেখেছেনঃ 1837182 জন
বগুড়ায় ট্রেন লাইনচ্যুত, ঢাকার সাথে উত্তরের রেল যোগাযোগ বন্ধ
ছবি : সংগৃহীত

বগুড়ার গাবতলীতে একটি ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে উত্তরাঞ্চলের কয়েকটি জেলার সাথে ঢাকার রেল যোগাযোগ বন্ধ রয়েছে।


রবিবার (৩০ জুন) রাত ৯ টার দিকে গাবতলী রেল স্টেশনের প্রবেশমুখে ট্রেনের বগি লাইনচ্যুত হয়। বগুড়া রেল স্টেশনের স্টেশন মাস্টার সাজেদুর রহমান সাজু তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।



তিনি জানান, সান্তাহার থেকে বোনারপাড়াগামী কলেজ ট্রেনটি বগুড়া রেল স্টেশন থেকে বোনারপাড়ার উদ্দেশ্যে ছেড়ে যায় রবিবার রাত সোয়া ৮টায়। ট্রেনটি গাবতলী স্টেশনে প্রবেশ করার আগেই পেছনের তিনটি বগি লাইনচ্যুত হয়। গাবতলী রেল স্টেশনে ট্রেনটির যাত্রাবিরতী ছিল, একারণে গতি কম থাকায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।


তিনি বলেন, ‘ট্রেন লাইনচ্যুত হওয়ার কারণে ঢাকাগামী লালমনি এক্সপ্রেস, সান্তাহারগামী করতোয়া এক্সপ্রেস ও সান্তাহারগামী লোকাল ট্রেনগুলো বিভিন্ন স্টেশনে আটকা পড়ে আছে।



লাইনচ্যুত হওয়া তিনটি বগি উদ্ধারের পর ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।’


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ



আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ