ঢাকা
খ্রিস্টাব্দ

অসুস্থ ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন জামিনে মুক্ত

"সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় জামিনে মুক্তি পেয়েছেন। জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছালে হাসপাতাল থেকেই তাকে মুক্তি দেওয়া হয়।"
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫, ১১.৫৭ অপরাহ্ন

আপডেট : বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫, ১১.৫৭ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 296043 জন

  • নিউজটি দেখেছেনঃ 296043 জন
অসুস্থ ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন জামিনে মুক্ত
ছবি- সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।


আওয়ামী লীগের প্রবীণ নেতা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন অবশেষে জামিনে মুক্তি পেয়েছেন। বার্ধক্যজনিত নানা রোগে অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন থাকা অবস্থায় বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেল ৫টা ৩৫ মিনিটে তাকে মুক্তি দেওয়া হয়।


ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) জেলার এ.কে.এম মাসুম বিষয়টি নিশ্চিত করে জানান, মোশাররফ হোসেন বর্তমানে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের (সাবেক পিজি হাসপাতাল) চিকিৎসাধীন ছিলেন। আদালতের আদেশ অনুযায়ী নিয়ম মাফিক তার জামিন সংক্রান্ত কাগজপত্র যাচাই-বাছাই শেষে তাকে মুক্তি দেওয়া হয়। এ সময় তার পাহারায় নিয়োজিত কারারক্ষী প্রত্যাহার করে নেওয়া হয়।


জানা গেছে, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের বিরুদ্ধে ঢাকা ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। সর্বশেষ পল্টন থানায় দায়ের করা একটি মামলায় তিনি জামিন পান। এর আগে বিভিন্ন মামলায় ধাপে ধাপে তার জামিন মঞ্জুর হয়।


উল্লেখ্য, গত ৫ আগস্ট মধ্যরাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে কারা হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়।


ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে ১ নং সাব সেক্টর কমান্ডারের দায়িত্ব পালন করেন এবং তিনি একজন বীর মুক্তিযোদ্ধা।  চট্টগ্রাম-১ আসন থেকে সাতবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে তার ছেলে মাহবুব রহমান রুহেল একই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।


গত বছরের ২৭ অক্টোবর রাজধানীর ভাটারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | রাজনীতি
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫, ১১.৫৭ অপরাহ্ন
আপডেট : বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫, ১১.৫৭ অপরাহ্ন