ঢাকা
খ্রিস্টাব্দ

গণত্রাণ কর্মসূচি : দ্বিতীয় দিনে টিএসসিতে সংগ্রহ ৪০ লক্ষ টাকা

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

অনলাইন ডেস্ক :

আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1793769 জন

  • নিউজটি দেখেছেনঃ 1793769 জন
গণত্রাণ কর্মসূচি : দ্বিতীয় দিনে টিএসসিতে সংগ্রহ ৪০ লক্ষ টাকা
ছবি : সংগৃহীত

সম্প্রতি অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে সৃষ্ট আকস্মিক বন্যার পরিপ্রেক্ষিতে মারাত্মক বিপর্যস্ত হয়ে পড়েছে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুরসহ বেশ কয়েকটি জেলা। এতে কয়েক লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। সংকট দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির। এমতাবস্থায় বন্যাদুর্গতদের সহায়তায় গণত্রাণ সংগ্রহ করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।


শুক্রবার (২৩ আগস্ট) সকাল থেকে দ্বিতীয় দিনের মতো শুরু হয়েছে গণত্রাণ সংগ্রহ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে কেন্দ্রীয়ভাবে গণত্রাণ সংগ্রহ করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

গণত্রাণ সংগ্রহের দ্বিতীয় দিন শুক্রবার বিকেল ৫টা পর্যন্ত টিএসসিতে ৩৯ লক্ষ ৩৫ হাজার ২৭২ টাকা সংগ্রহ হয়েছে বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। 


নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে হাসনাত জানান, টিএসসিতে গণত্রাণ কর্মসূচি থেকে আজ বিকেল ৫ টা পর্যন্ত ঊণচল্লিশ লক্ষ পয়ত্রিশ হাজার দুইশত বাহাত্তর টাকা নগদ সংগ্রহ করা হয়েছে।


আজ রাত ১০ টা পর্যন্ত অর্থ সংগ্রহ চলবে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

অনলাইন ডেস্ক :

আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ