ঢাকা
খ্রিস্টাব্দ

সীমান্ত এলাকায় সবাইকে সংযত থাকার পরামর্শ মমতার

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫, ১১.৪৭ অপরাহ্ন

আপডেট : মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫, ১১.৪৭ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1094013 জন

  • নিউজটি দেখেছেনঃ 1094013 জন
সীমান্ত এলাকায় সবাইকে সংযত থাকার পরামর্শ মমতার
মমতা বন্দোপাধ্যায়।

সীমান্ত দিয়ে অনুপ্রবেশ নিয়ে পশ্চিমবঙ্গের শাসক দল বিএসএফের বিরুদ্ধে একাধিকবার সরব হয়েছে। তবে সোমবার মুর্শিদাবাদ সফরে গিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় বিএসএফকেই শান্তিরক্ষায় দায়িত্ব নিতে বলেছেন। সেইসঙ্গে কোনোরকম প্ররোচনার পা না দেয়ার জন্য মুর্শিদাবাদবাসীকে সতর্ক করেছেন। সম্প্রতি সীমান্তের কয়েক জায়গায় দু’পারের গ্রামবাসীদের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে।


এই পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী বলেন, ‘কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না। আমাদের ওপর অত্যাচার হলে আমরা দেখব। দয়া করে কারও প্ররোচনায় পা দিয়ে ওদিকে যাবেন না। কারণ অনেকের উদ্দেশ্য হল দাঙ্গা লাগিয়ে দুই দেশের মধ্যে গণ্ডগোল বাঁধিয়ে সরে পড়া।’ মমতা আরও বলেন, ‘আমি পুলিশকে নির্দেশ দিয়েছি-তারা যেন মাইকিং করে সকলকে ফিরে আসতে বলেন।’


মমতা বলেন, ‘আমি চাই সীমান্তে বিএসফ দায়িত্ব নিক, যাতে সেখানে শান্তি প্রতিষ্ঠা হয়।’ গত ১৮ জানুয়ারি মালদহের ভারত-বাংলাদেশ সীমান্তে বাংলাদেশিরা উত্তেজিত হয়ে এগিয়ে এসেছিল। পরিস্থিতি সামাল দিতে সেখানে কাঁদানে গ্যাসের শেল ফাটানো হয়। সংঘর্ষে বেশ কয়েকজন বাংলাদেশি জখম হন বলেও অভিযোগ।  



বে মালদহের সুকদেবপুরে এখনও পরিস্থিতি থমথমে। এই আবহে গ্রামবাসীদের সীমান্তের দিকে যাওয়ার ওপরে নিষেধাজ্ঞা জারি করেছে বিএসএফ। গ্রামবাসীদের সংযত থাকারও পরামর্শ দেয়া হয়েছে। এদিকে সুকদেবপুরের পাশাপাশি মুর্শিদাবাদের ভগবনগোলাতেও নাকি সম্প্রতি দুষ্কৃতকারীরা সীমান্ত পার করে এসে ভারতীয়দের ফসল কেটে নিয়ে গিয়েছে বলে গ্রামবাসীরা অভিযোগ করেছেন।



নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | সারা বিশ্ব
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫, ১১.৪৭ অপরাহ্ন
আপডেট : মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫, ১১.৪৭ অপরাহ্ন