ঢাকা
খ্রিস্টাব্দ

ভারতের বিমান বিধ্বস্তের ঘটনায় তারেক রহমানের শোক

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

অনলাইন ডেস্ক | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫, ১০.৩৯ অপরাহ্ন

আপডেট : বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫, ১০.৩৯ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 546063 জন

  • নিউজটি দেখেছেনঃ 546063 জন
ভারতের বিমান বিধ্বস্তের ঘটনায় তারেক রহমানের শোক

ভারতের আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার লন্ডনগামী একটি ফ্লাইট বিধ্বস্তের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।


বৃহস্পতিবার (১২ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের ভেরিফায়েড আইডি থেকে দেওয়া এক পোস্টে এ শোক প্রকাশ করেন তিনি।


পোস্টে তারেক রহমান লেখেন, লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট গুজরাটের আহমেদাবাদে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই নিয়ন্ত্রণ হারিয়ে বিধ্বস্ত হয়ে পড়ে, এটি একটি হৃদয়বিদারক ঘটনা।


তিনি আরও লেখেন, এ ঘটনায় যারা তাদের প্রিয়জনদের হারিয়েছেন তাদের পরিবারের প্রতি আমি গভীর সমবেদনা জানাই। আসুন আমরা সকলেই এই শোকের সময়ে দোয়া করে তাদের পাশে দাঁড়াই।


উল্লেখ্য, ভারতের আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার লন্ডনগামী একটি ফ্লাইট বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে আবাসিক এলাকা মেঘানিতে বিধ্বস্ত হয়েছে। বিমানটিতে ২৪২ জন আরোহী ছিলেন- যার মধ্যে ছিলেন দুজন পাইলট, ১০ জন কেবিন ক্রু ও ২৩০ জন যাত্রী।


সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা গেছে, বিমানটি আকাশে উঁচুতে উঠতে হিমশিম খাচ্ছিল এবং কিছুক্ষণ পর একটি বিশাল আগুনের গোলার মধ্যে বিধ্বস্ত হয়।


সন্ধ্যায় ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস ও এনডিটিভি জানায়, ২৪২ জন আরোহী নিয়ে বিধ্বস্ত হওয়া বিমানে থাকা কেউ বেঁচে নেই। তবে, এখন পর্যন্ত ২০০-এর বেশি মরদেহ উদ্ধার করা হয়েছে।



নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

অনলাইন ডেস্ক | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫, ১০.৩৯ অপরাহ্ন
আপডেট : বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫, ১০.৩৯ অপরাহ্ন