গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় এক ব্যতিক্রমী শিশুর জন্ম নিয়ে সৃষ্টি হয়েছে চাঞ্চল্য। শুক্রবার সন্ধ্যায় রাবেয়া ক্লিনিক অ্যান্ড নার্সিং হোমে জন্ম নেওয়া ওই নবজাতকের মুখ থাকলেও চোখ ও নাক নেই বলে জানা গেছে।
জানা গেছে, সাদুল্লাপুরের জামালপুর ইউনিয়নের গয়েশপুর গ্রামের মোছাঃ জেসমিন এ শিশুটির জন্ম দেন। পিতার নাম মোঃ সোলাইমান। আশ্চর্যজনক শারীরিক গঠন দেখে চিকিৎসক ও সাধারণ মানুষ – সবাই হতবাক।
শিশুটির জন্মের খবর মুহূর্তেই ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। স্থানীয় বাসিন্দারা ভিড় জমাতে শুরু করেন ক্লিনিকের সামনে। কৌতূহলী মানুষের ভিড়ে রীতিমতো উপচে পড়ে ক্লিনিক প্রাঙ্গণ।
রাবেয়া ক্লিনিকের পক্ষ থেকে জানানো হয়েছে, মা ও নবজাতক উভয়েই বর্তমানে সুস্থ আছেন। তবে শিশুটির অস্বাভাবিক গঠন কেন ঘটেছে, তা জানতে বিস্তারিত স্বাস্থ্য পরীক্ষা প্রয়োজন বলে জানান সংশ্লিষ্ট চিকিৎসকরা।
বিশেষজ্ঞদের মতে, এমন ঘটনা বিরল হলেও একেবারে অসম্ভব নয়। গর্ভাবস্থায় জটিলতা, জেনেটিক ত্রুটি কিংবা পুষ্টিহীনতার কারণেও এমন শিশুর জন্ম হতে পারে।
এই ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।