ঢাকা
খ্রিস্টাব্দ

সোনিয়া গান্ধী অসুস্থ

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

অনলাইন ডেস্ক | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
আর্ন্তজাতিক ডেস্ক
মঙ্গলবার, ১৭ জুন ২০২৫, ১.৩৪ পূর্বাহ্ন

আপডেট : মঙ্গলবার, ১৭ জুন ২০২৫, ১.৩৪ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 520780 জন

  • নিউজটি দেখেছেনঃ 520780 জন
সোনিয়া গান্ধী অসুস্থ

ভারতে কংগ্রেসের সংসদীয় দলের নেতা সোনিয়া গান্ধী অসুস্থ অবস্থায় দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি পেটের সমস্যা নিয়ে রবিবার স্থানীয় সময় রাত ৯টার দিকে হাসপাতালের গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগে ভর্তি হন। তাঁর জন্য একটি মেডিকেল টিম গঠন করা হয়েছে। সূত্র : এএনআই।


চিকিৎসকরা তাঁকে আপাতত পর্যবেক্ষণে রেখেছেন। ‘সোনিয়া গান্ধীর অবস্থা আপাতত স্থিতিশীল’ উল্লেখ করে গঙ্গারাম হাসপাতাল সূত্র জানিয়েছে, চিকিৎসকরা তাঁর সমস্যা নিয়ে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শুরু করেছেন। এর আগে ৭ জুন রাজ্যসভার সংসদ সদস্য সোনিয়া গান্ধী হিমাচল প্রদেশের শিমলায় ইন্দিরা গান্ধী মেডিকেল কলেজ ও হাসপাতালে (আইজিএমসি) ভর্তি হয়েছিলেন।


শিমলা পরিদর্শনের সময় অস্থিরতা বোধ করায় তাঁকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। এদিন আইজিএমসির ডেপুটি মেডিকেল সুপারিনটেনডেন্ট ডা. আমন চৌহান জানিয়েছিলেন, রুটিন চেকআপের জন্য সোনিয়া গান্ধীকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। তাঁর রক্তচাপ কিছুটা বেশি ছিল। চেকআপ শেষে তিনি বাড়ি চলে যান। প্রসঙ্গত, এর আগে ফেব্রুয়ারিতেও একবার অসুস্থ হয়ে দিল্লির একটি হাসপাতালে ভর্তি হতে হয় তাঁকে।


বেশ কয়েক দিন চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকার পর ছাড়া পান ৭৮ বছর বয়সি এ রাজনীতিক। ২০১১ সালের আগস্টে ক্যানসারের কারণে অস্ত্রোপচার করতে হয়েছিল তাঁর। ২০২২ সালে দুবার করোনাভাইরাসে আক্রান্ত হন তিনি।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | সারা বিশ্ব
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

অনলাইন ডেস্ক | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
আর্ন্তজাতিক ডেস্ক
মঙ্গলবার, ১৭ জুন ২০২৫, ১.৩৪ পূর্বাহ্ন
আপডেট : মঙ্গলবার, ১৭ জুন ২০২৫, ১.৩৪ পূর্বাহ্ন