ঢাকা
খ্রিস্টাব্দ

নাগরপুরে বিএনপি নেতা লাভলুর গণসংযোগ

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব সংবাদদাতা | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
টাঙ্গাইল
বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫, ১০.৪৪ অপরাহ্ন

আপডেট : বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫, ১০.৪৪ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 388962 জন

  • নিউজটি দেখেছেনঃ 388962 জন
নাগরপুরে বিএনপি নেতা লাভলুর গণসংযোগ
ছবি : সংবাদদাতা প্রেরিত।

টাঙ্গাইলের নাগরপুর উপজেলা সদর বাজারে জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক আন্তর্জাতীক বিষয়ক সম্পাদক, যুবদলের সহ-সভাপতি, জেলা বিএনপির সহ-সভাপতি ও নাগরপুর উপজেলা বিএনপির সম্মানীত সদস্য বিপ্লবী নেতা টাঙ্গাইল-৬ (নাগরপুর -দেলদুয়ার) আসনের মনোনয়ন প্রত্যাশী মো. রবিউল আওয়াল লাভলু।


বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে ২১ জুলাই মাইলস্টোন স্কুলে বিমান দূর্ঘটনায় নিহত ছাত্র-ছাত্রীদের আত্মার শান্তি কামনায় ও আহতদের দ্রুত সুস্থতায় বিশেষ দোয়া শেষে নাগরপুর মহিলা ডিগ্রী কলেজ থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে নাগরপুর সদর বাজারে এ গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন মো. রবিউল আওয়াল লাভলু ।


এ সময় উপস্থিত ছিলেন, নাগরপুর উপজেলার বিএনপির সহ-সভাপতি নিয়ামত আলী সুইট, সাংগঠনিক সম্পাদক মো. রফিজ উদ্দিন, নাগরপুর সরকারি কলেজের সাবেক জিএস বি আর ডিবির সাবেক চেয়ারম্যান মোহাম্মদ ইকবাল কবীর রতন, নাগরপুর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ফারুক আহমেদ খান, সাবেক ভিপি ও নাগরপুর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নাজমুল হক স্বাধীন, সাবেক ভিপি আরিফুল ইসলাম নবা, যুবদলের যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেন, নাগরপুর সরকারী কলেজের সাবেক জিএস স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নুরুজ্জামান রানা, বিএনপি নেতা মিজানুর রহমান মিজান, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি শরিফুল ইসলাম বাবুল, সাধারন সম্পাদক মো. লিয়াকত হোসেন, গয়হাটা ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মো. হেলালসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।


মো. রবিউল আওয়াল লাভলু বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন হলে দেশ ও জাতীর কল্যান হবে। সুষ্ঠধারার রাজনীতি ফিরিয়ে আনতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে দলের জন্য কাজ করার আহ্বান জানান তিনি। গণসংযোগ ও লিফলেট বিতরণ শেষে নাগরপুর মহিলা ডিগ্রি কলেজে নেতাকর্মীদের নিয়ে বৃক্ষরোপন করেন মো. রবিউল আওয়াল লাভলু।



নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব সংবাদদাতা | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
টাঙ্গাইল
বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫, ১০.৪৪ অপরাহ্ন
আপডেট : বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫, ১০.৪৪ অপরাহ্ন