ঢাকা
খ্রিস্টাব্দ

পুলিশ অ্যাসোসিয়েশনের বিবৃতিতে বিএমএফএস এর প্রতিবাদ

দৈনিক লাল সবুজ বাংলাদেশ


আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1841483 জন

  • নিউজটি দেখেছেনঃ 1841483 জন
পুলিশ অ্যাসোসিয়েশনের বিবৃতিতে বিএমএফএস এর প্রতিবাদ
ছবি : সংগৃহীত

সংবাদ প্রকাশের বিষয়ে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের দেয়া বিবৃতিতে উদ্বেগ ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএফএস)।


সোমবার সংগঠনের সভাপতি আহমেদ আবু জাফরের পাঠানো এক সংবাদ বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয়।


বিবৃতিতে উল্লেখ করা হয়, পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের বক্তব্য দেশের স্বাধীন গণমাধ্যম, নিরপেক্ষ, অনুসন্ধানী সাংবাদিকতার প্রতি অশোভন, অযৌক্তিক ও কাণ্ডজ্ঞানহীন আচরণের বহিঃপ্রকাশ। কোনো মূল্যেই এমন বক্তব্য পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন দিতে পারে না।



বরং পুলিশের পক্ষ থেকে এমন বক্তব্য গোটা পুলিশ বিভাগকে প্রশ্নবিদ্ধ করে তুলেছে।

বিবৃতিতে আরো বলা হয়, পুলিশকে এটি প্রত্যাহার করা উচিত বলে মনে করছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম। কেননা, গণমাধ্যমে এ যাবত যে ক'টি দুনীতিবাজের চিত্র তুলে ধরা হয়েছে তারা সবক'টিই বিশ্বসেরা দুর্নীতিবাজ তালিকায় ‘গিনেজ রেকর্ডে’ তাদের নাম ওঠার মত। ইদানিং বিভাগটি তাদের পক্ষে সাফাই গেয়ে বরং পুলিশ বিভাগের সুনাম, সুখ্যাতি নষ্ট করা হচ্ছে।



দুর্নীতির বিরুদ্ধে সাংবাদিকরা তাদের লেখনীর মাধ্যমে পেশাগত দায়িত্ব পালন করে নৈতিকতার পরিচয় দিয়েছে, রাষ্ট্রের স্বার্থে এভাবেই পাশে থাকবেন।

সংগঠনের সভাপতি আহমেদ আবু জাফর পুলিশের এমন বক্তব্য প্রত্যাহারের দাবি জানিয়ে পুলিশ বিভাগকে আরো সততা, ন্যায়নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান করেন। পুলিশ বিভাগ ভবিষ্যতে আরো গণমুখী হয়ে ওঠে সে লক্ষ্যে কাজ করার অনুরোধ জানান।


বিবৃতিতে পুলিশ-সাংবাদিক ভ্রাতৃপ্রতিম সম্পর্ক টিকিয়ে রাখার আহবান জানান তিনি।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ



আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ