ঢাকা
খ্রিস্টাব্দ

অভিষেক ঝরে ৪৯২ রানের ম্যাচ জিতলো হায়দরাবাদ

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

অনলাইন ডেস্ক | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
রবিবার, ১৩ এপ্রিল ২০২৫, ১.৪৭ পূর্বাহ্ন

আপডেট : রবিবার, ১৩ এপ্রিল ২০২৫, ১.৪৭ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 879649 জন

  • নিউজটি দেখেছেনঃ 879649 জন
অভিষেক ঝরে ৪৯২ রানের ম্যাচ জিতলো হায়দরাবাদ
৫৫ বলে ১৪১ রানের বিষ্ফোরক ইনিংস খেলেন অভিষেক শর্মা।

অভিষেক শর্মার ঝড়ো সেঞ্চুরিতে সানরাইজার্স হায়দরাবাদ ২৪৬ রানের বিশাল লক্ষ্য তাড়া করে ফেললো ১১ বল বাকি থাকতে, তাও ৮ উইকেট হাতে রেখে। টানা চার হারের পর এই ম্যাচ দিয়ে অবশেষে জয়ে ফিরল হায়দরাবাদ। 


মাত্র ৪০ বলে সেঞ্চুরি, আর শেষ পর্যন্ত ৫৫ বলে ১৪১ রান—অভিষেকের ইনিংসটা যেন সিনেমার চেয়েও নাটকীয়! ১৪টি চার ও ১০টি ছক্কায় সাজানো এই ইনিংসের জোরেই রানের পাহাড়ও উড়ে গেল। ওপেনিংয়ে তার সঙ্গে ছিলেন ট্রাভিস হেড, যিনি ৩৭ বলে করেন ৬৬ রান। এই জুটিতেই আসে ১২.২ ওভারে ১৭২ রান।


হেড আউট হলেও থামেননি অভিষেক। শেষে হেনরিখ ক্লাসেনের ১৪ বলে ২১ রানের ইনিংসে জয় নিশ্চিত করে হায়দরাবাদ।


এর আগে ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু করে পাঞ্জাব। পাওয়ার প্লেতে ১ উইকেটে তোলে ৮৯ রান। প্রিয়ানশ আরিয়া ১৩ বলে করেন ৩৬, প্রভসিমরান ২৩ বলে ৪২। এরপর মাঠ দাপিয়ে বেড়ান শ্রেয়াস আইয়ার—৩৬ বলে ৮২ রানের এক বিধ্বংসী ইনিংস খেলেন তিনি, মারেন ৬টি করে চার ও ছক্কা।


শেষ দিকে স্টয়নিসের ঝড়—মাত্র ১১ বলে ৩৪ রান, যার মধ্যে ছিল শেষ ওভারে মোহাম্মদ শামির বিপক্ষে চারটি ছক্কা। শামির ইনিংসের বোলিং ফিগার দাঁড়ায় ৪-০-৭৫-০, যা আইপিএল ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ খরুচে স্পেল।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | ক্রীড়াঙ্গণ
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

অনলাইন ডেস্ক | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
রবিবার, ১৩ এপ্রিল ২০২৫, ১.৪৭ পূর্বাহ্ন
আপডেট : রবিবার, ১৩ এপ্রিল ২০২৫, ১.৪৭ পূর্বাহ্ন