বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিতে আটজন নিহতের ঘটনায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুনের ৪৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গত মঙ্গলবার তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। মামলার তদন্তের জন্য রিমান্ডের আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা, অন্যদিকে তার আইনজীবী জামিনের আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে বিভিন্ন মামলায় রিমান্ড মঞ্জুর করেন।
আদালতের আদেশ অনুযায়ী, সাকিব হাসান, ইমন হোসেন গাজী, ইরফান ভুইয়া, মুনতাসির রহমান, সুজন, রফিকুল ইসলাম, মাহমুদুল হাসান জয় এবং নিউমার্কেট থানার হত্যার ঘটনায় মামুনের বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করা হয়। মামুনকে গত ৩ সেপ্টেম্বর রাতে ডিবি পুলিশ গ্রেপ্তার করে।