ঢাকা
খ্রিস্টাব্দ

ছেলেটা হাসতে ভুলে গেছে: রুবিয়াত ফাতিমা তনি

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

বিনোদন ডেস্ক ;
নিউজটি দেখেছেনঃ 1698424 জন
  • নিউজটি দেখেছেনঃ 1698424 জন
ছেলেটা হাসতে ভুলে গেছে: রুবিয়াত ফাতিমা তনি
ছবি : সংগৃহীত

রুবিয়াত ফাতিমা তনি, সোশ্যাল মিডিয়ার জনপ্রিয় উদ্যোক্তা এবং ফ্যাশন ব্যবসায়ী, সম্প্রতি কঠিন সময় পার করছেন। তার স্বামী অসুস্থ হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বিদেশে অবস্থান করছেন তিনি। এই পরিস্থিতিতে, তার একমাত্র সন্তান সারফারাজের জন্য উদ্বেগ প্রকাশ করেছেন তনি।


ফেসবুকে তনি লিখেছেন, "ওর শুধু একটাই প্রশ্ন—মাম্মি, কবে আসবা? ছেলেটা হাসতে ভুলে গেছে।" একমাত্র সন্তানের জন্মদিনে পাশে থাকতে না পারার জন্য তিনি দুঃখ প্রকাশ করেন। সারফারাজের পাঁচ বছর পূর্তিতে তার বাবার পরিকল্পনা নিয়েও খোঁজ নেন তিনি।


তনি এবং তার স্বামী শাহাদাৎ হোসাইন সম্পর্কে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা মন্তব্য হতে দেখা গেছে। তনি প্রথম স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর শাহাদাৎকে ভালোবেসে বিয়ে করেছেন, যা নিয়ে পরিবারের মাঝে প্রথমে কিছুটা অস্বস্তি ছিল, কিন্তু পরবর্তীতে সবকিছু মিটে যায়।


বর্তমানে, তনি তার স্বামীর সুস্থতা কামনা করছেন এবং দ্রুতই তাদের একত্রিত হওয়ার আশা করছেন।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

বিনোদন ডেস্ক ;

আপডেট :
সর্বশেষ সংবাদ