মিরসরাই উপজেলার ধুম ইউনিয়নের নাহেরপুর গ্রামের সাংবাদিক নাছির উদ্দীনের ১ বছরের শিশু কন্যা ‘তাসবিহা বিনতে নাছির’ ডায়রিয়ায় আক্রান্ত হয়ে চট্টগ্রামের পার্কভিউ হাসপাতালে মৃত্যুবরণ করেন। সোমবার (২৮ অক্টোবর) ভোর রাতে শিশু তাসবিয়াকে নগরীর একটি হাসপাতালের আইসিইউতে ভর্তি করালে সকাল সাড়ে ৮টায় সে মারা যায়। গতকাল বাদ আছর নামাজের জানাজা শেষে নিজ বাড়ির পাশে তাকে দাফন করা হয়। এরআগে শিশু তাসবিয়াকে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।
সাংবাদিক নাছির উদ্দীন ‘মিরসরাই উপজেলা প্রেস ক্লাব’র সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান নির্বাহী সদস্য এবং দৈনিক মানবকন্ঠের মিরসরাই প্রতিনিধি।
সাংবাদিক নাছির উদ্দীন সামাজিক যোগাযোগ মাধ্যমে শিশু কন্যা তাসবিহা’কে হারিয়ে লিখেন, “আমি এই শোক সইবো কিভাবে? আমার এত আদরের, এত সুন্দর মনা। আমার বুক জড়িয়ে থাকতো।”
সাংবাদিক সহকর্মীর কন্যার (তাসবিহা বিনতে নাছির) মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ‘মিরসরাই উপজেলা প্রেস ক্লাব’ ও মিরসরাইয়ের সর্বস্তরের সাংবাদিক সমাজ এবং মিরসরাইয়ের আত্নীয় শুভাকাঙ্খীবৃন্দ।