ঢাকা
খ্রিস্টাব্দ

প্রধান বিচারপতির আহ্বান: সাম্প্রদায়িক সংকীর্ণতার ঊর্ধ্বে এসে একত্রে কাজ করতে হবে

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

অনলাইন ডেস্ক :
নিউজটি দেখেছেনঃ 1726918 জন
  • নিউজটি দেখেছেনঃ 1726918 জন
প্রধান বিচারপতির আহ্বান: সাম্প্রদায়িক সংকীর্ণতার ঊর্ধ্বে এসে একত্রে কাজ করতে হবে
ছবি : সংগৃহীত

প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ সম্প্রতি শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বার্তায় সমাজের সব অংশের মানুষকে সাম্প্রদায়িক সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে একত্রে কাজ করার আহ্বান জানান।


তিনি বলেন, “ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের সম্মিলিত অংশগ্রহণের মাধ্যমে শারদোৎসব উদযাপন আমাদের ভ্রাতৃত্ববোধ, বহুত্ববাদ, এবং সহিষ্ণুতার শিক্ষা দেয়।” প্রধান বিচারপতি এসময় অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে সকলকে একত্রে কাজ করার তাগিদ দেন এবং আইন পেশার সাথে যুক্তদের ন্যায়বিচার নিশ্চিত করতে অবিচল থাকার জন্য উৎসাহিত করেন।


শনিবার টাঙ্গাইলের কুমুদিনী কমপ্লেক্সে তিনি বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন এবং স্থানীয় প্রশাসনের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। প্রধান বিচারপতির এই আহ্বান সমাজে মানবাধিকার, শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেই মনে করা হচ্ছে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

অনলাইন ডেস্ক :

আপডেট :