ঢাকা
খ্রিস্টাব্দ

মীরসরাইয়ে শান্তিপূর্ণভাবে শারদীয় দূর্গোৎসব শেষে দুই পুলিশ কর্মকর্তার সন্তোষ প্রকাশ

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, মীরসরাই ।।
নিউজটি দেখেছেনঃ 1716522 জন
  • নিউজটি দেখেছেনঃ 1716522 জন
মীরসরাইয়ে শান্তিপূর্ণভাবে শারদীয় দূর্গোৎসব শেষে দুই পুলিশ কর্মকর্তার সন্তোষ প্রকাশ
ছবি: এটিএম শিফাতুল মাজদার ও আবদুল কাদের।

মীরসরাইয়ে এ বছর শারদীয় দূর্গোৎসব কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই সম্পন্ন হয়েছে। এই উপলক্ষে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্দীপনা এবং আনন্দের বন্যা বয়ে গেছে। সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য উদাহরণ বলে উল্লেখ করেছেন জোরারগঞ্জ ও মীরসরাই থানার অফিসার ইনচার্জ এটিএম শিফাতুল মাজদার ও মীরসরাই থানার অফিসার ইনচার্জ আবদুল কাদের।



এটিএম শিফাতুল মাজদার এক ক্ষুদে বার্তায় উল্লেখ করেন, “আসসালামু আলাইকুম, আপনাদের অক্লান্ত পরিশ্রম, সহযোগিতায় ও তত্ত্বাবধানে শান্তিপূর্ণভাবে ৫০ টি প্রতিমার বিসর্জন সম্পন্ন হয়েছে । আপনাদের সকলকে ধন্যবাদ।”

আবদুল কাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে উল্লেখ করেন, “কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই শারদীয় দূর্গোৎসব শেষ হলো। দলমত নির্বিশেষে সকল মীরসরাই বাসীকে সাধুবাদ জানাচ্ছি। এতে প্রমান হলো মীরসরাইতে সুন্দর সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় আছে।”



দলমত নির্বিশেষে একসঙ্গে উদযাপন- দূর্গোৎসবের সময় মীরসরাইয়ের প্রতিটি প্রান্তে বাসিন্দারা একত্রিত হয়ে ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এসময়, স্থানীয় প্রশাসন ও জনগণের সহযোগিতায় একটি সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশ তৈরি হয়।


সাম্প্রদায়িক সম্প্রীতির গুরুত্ব- এটি প্রমাণ করে যে, মীরসরাইয়ে সুন্দর সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রয়েছে। স্থানীয় জনগণ এবং প্রশাসনের যৌথ উদ্যোগে এই উৎসবকে সফলভাবে পালন করা হয়েছে, যা সামাজিক সংহতির একটি চমৎকার উদাহরণ।


পুলিশ কর্মকর্তা’দ্বয় উল্লেখ করেন, সবাইকে এই আনন্দময় উৎসবে অংশগ্রহণ করার জন্য সাধুবাদ জানানো হচ্ছে এবং আশা করা যাচ্ছে, আগামী দিনগুলোতেও এমন শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, মীরসরাই ।।

আপডেট :
সর্বশেষ সংবাদ