ঢাকা
খ্রিস্টাব্দ

বিমানের সিটের নিচে মিলল কোটি টাকার সোনা

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

| অনলাইন ডেস্ক
সিলেট
শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ৬.১৯ অপরাহ্ন

আপডেট : শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ৬.১৯ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1331269 জন

  • নিউজটি দেখেছেনঃ 1331269 জন
বিমানের সিটের নিচে মিলল কোটি টাকার সোনা
ছবি : সংগৃহীত


সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের সিটের নিচ থেকে এক কেজি ১৬৬ গ্রাম স্বর্ণ উদ্ধার করেন কাস্টমস কর্মকর্তারা। 



শুক্রবার (৬ ডিসেম্বর) সকাল ৯টা ২৫ মিনিটে দুবাই থেকে ছেড়ে আসা (বিজি-২৪৮) ফ্লাইট থেকে স্বর্ণের চালানটি জব্দ করা হয়। যার বাজার মূল্য প্রায় এক কোটি ৩০ লাখ টাকা।



কাস্টমসের কর্মকর্তারা জানান, স্বর্ণালংকারগুলো বিমানের ২৬ সি নম্বর সিটের নিচে কালো পলিথিনে মোড়ানো অবস্থায় পাওয়া যায়। চোরাচালানে জড়িত ব্যক্তিরা কাস্টমস কর্মকর্তাদের উপস্থিতি টের পেয়ে স্বর্ণ ফেলে রেখে পালিয়ে যায়। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি।



সিলেট কাস্টমস বিভাগের সহকারী কমিশনার বিকাশ চন্দ্র দেবনাথ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘দুবাই থেকে ছেড়ে আসা বিজি ২৪৮ একটি সিটের নিচে পলিথিন দিয়ে মুড়িয়ে পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায় এই স্বর্ণের চালানটি। উদ্ধার স্বর্ণের মধ্যে ১৮টি চুড়ি ও ৩টি চেইন ছিল।’


এর আগে, বুধবার (৪ ডিসেম্বর) সকাল ৯টা ৫০ মিনিটের দিকে দুবাই থেকে ছেড়ে আসা বিমানের বিজি-২৪৮ ফ্লাইটের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় ১১টি স্বর্ণের বার জব্দ করে করা হয়।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

| অনলাইন ডেস্ক
সিলেট
শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ৬.১৯ অপরাহ্ন
আপডেট : শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ৬.১৯ অপরাহ্ন