ঢাকা
খ্রিস্টাব্দ

মিরসরাইয়ে ঘোড়া প্রতীকের প্রার্থী শেখ আতাউর রহমানের নির্বাচনী সভা

"মাঠে একাট্টা সাবেক-বর্তমান নেতারা"
দৈনিক লাল সবুজ বাংলাদেশ


আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1895675 জন

  • নিউজটি দেখেছেনঃ 1895675 জন
মিরসরাইয়ে ঘোড়া প্রতীকের প্রার্থী শেখ আতাউর রহমানের নির্বাচনী সভা
সভার স্থলে আগত নেতা-কর্মী-সমর্থক।

মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা :: 

তীব্র গরমের তাপদাহ সহ্য করে হাজারো নেতা-কর্মী সমর্থক উপস্থিত হন ‘ঘোড়া’ মার্কার সমর্থনে শেখ মোহাম্মদ আতাউর রহমানের নির্বাচনী সভায়। এখানে, উপজেলার সাবেক-বর্তমান ছাত্র, যুব, আওয়ামী লীগ নেতাদেরও দেখা যায়। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, এই উপজেলা থেকে সাত বারের নির্বাচিত সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের রাজনৈতিক শিষ্য শেখা আতাউর রহমান আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে মিরসরাই থেকে ‘চেয়ারম্যান’ পদে প্রার্থী হয়েছেন। এই নিয়ে নেতা-কর্মী-সমর্থকদের মাঝে কৌতুহল বিরাজ করছে। এই পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন আরও ৪প্রার্থী। জমে উঠেছে প্রচার প্রচারণাও, দেখার বিষয় কে হচ্ছেন উপজেলা চেয়ারম্যান?


আগামি ৮ মে (বুধবার) মিরসরাই উপজেলা পরিষদ নির্বাচনে 'ঘোড়া' প্রতীকের প্রার্থী শেখ মোহাম্মদ আতাউর রহমানের সমর্থনে সোমবার (২৯ এপ্রিল) বিকাল ৩ ঘটিকায় বড়তাকিয়া ইভা কমিউনিটি সেন্টারে নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভা মিরসরাই উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এস এম আবুল হোসেনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর ভূঁইয়া। সভার শুরুতে বিভিন্ন ইউনিয়ন থেকে নেতা-কর্মীরা সভার স্থলে জড়ো হতে থাকে। তীব্র গরম উপেক্ষা করে নেতা-কর্মীদের উপস্থিতি সভায় প্রাণচাঞ্চল্য সৃষ্টি করে। 


সভায় বক্তব্য প্রদান করেন, আসন্ন মিরসরাই উপজেলা পরিষদ নির্বাচনে ‘ঘোড়া’ প্রতীকের প্রার্থী চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ আতাউর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং জেলা পরিষদ সদস্য প্রদীপ রঞ্জন চক্রবর্তী, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি এবং বারইয়ারহাট পৌরসভার সাবেক মেয়র ভিপি নিজাম উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহাদাত হোসেন মনসুর, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক কামরুল হাসান কামরুল,  ৮ নং দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ান বিপ্ল­ব, ১২ নং  খৈয়াছরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাহির ইকবাল চৌধুরী, মিরসরাই অ্যাসোসিয়েশন চট্টগ্রামের সভাপতি কালু কুমার দে, উপজেলা আওয়ামী লীগ নেতা নুরুল আলম, মায়ানি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম গোলাম সরোয়ার, সাবেক ছাত্রনেতা ও যুবনেতা মোশারফ হোসেন মান্না, মিরসরাই উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক এমরান হোসেন সোহেল, উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহবায়ক আরিফুল ইসলাম, -সহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


সভায় বক্তারা বলেন, আগামী ৮ মে মিরসরাই উপজেলা পরিষদ নির্বাচনে প্রবীন আওয়ামী লীগ নেতা, স্বচ্ছ রাজনৈতিক ব্যক্তিত্ব, রাজপথের পরিক্ষিত বঙ্গবন্ধুর সৈনিক শেখ মোহাম্মদ আতাউর রহমানের 'ঘোড়া' প্রতীকের সমর্থনে আজকের এই সভা। বিপুল ভোটে বিজয়ী করার অঙ্গীকার ব্যাক্ত করেন। বক্তারা বলেন, ভোট কেন্দ্রে কোন রকম অনিয়ম মেনে নেয়া হবে না। জননেত্রী শেখ হাসিনার নির্দেশ, ভোট উন্মুক্ত ও নিরপেক্ষ হবে সুতরাং কেউ জনগনকে বিভ্রান্ত করার সুযোগ নেই। জনগনের রায়ের প্রতি সম্মান প্রদর্শনের আহবান জানানো হয় সভা থেকে। ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দেয়ারও আহবান জানানো হয় সভাস্থল থেকে।




নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ



আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন