ঢাকা
খ্রিস্টাব্দ

মিরসরাইয়ের মহামায়া লেকে কচুরিপানা পরিস্কার অভিযান

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব প্রতিনিধি, মিরসরাই (চট্টগ্রাম)।।

আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1730286 জন

  • নিউজটি দেখেছেনঃ 1730286 জন
মিরসরাইয়ের মহামায়া লেকে কচুরিপানা পরিস্কার অভিযান
ছবি- দৈনিক লাল সবুজ বাংলাদেশ।


চট্টগ্রাম উত্তর বন-বিভাগ, মীরসরাই রেঞ্জ এবং বিডি ক্লিন মীরসরাই এর যৌথ উদ্যোগে বুধবার (২ অক্টোবর ২০২৪ইং.) মহামায়া লেকে কচুরিপানা পরিস্কার কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। দেশের দ্বিতীয় বৃহত্তম পর্যটন হিসাবে খ্যাত এই মহামায়া লেক। হাজার হাজার পর্যটক দূর দূরান্ত থেকে আসে মহামায়ার সৌন্দর্য উপভোগ করার জন্য। এ যেন পর্যটন প্রেমীদের সৌন্দর্যের লীলাভূমি।


এ আয়োজনে অংশগ্রহণ করেন করেরহাটের সহকারী বন সংরক্ষক মোহাম্মদ হারুন অর রশিদ ও মীরসরাই রেঞ্জ কর্মকর্তা শাহানশাহ নওশাদসহ অন্যান্য কর্মকর্তারা। তারা সক্রিয়ভাবে কচুরিপানা সরানোর কাজ করেন এবং পরিবেশের সচেতনতা বৃদ্ধি নিয়ে আলোচনা করেন।


এই উদ্যোগের মাধ্যমে স্থানীয় পরিবেশের উন্নয়ন এবং জলাশয়ের স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করা হচ্ছে। আয়োজকরা আশা প্রকাশ করেছেন যে, এই ধরনের কার্যক্রম ভবিষ্যতে আরও বৃদ্ধি পাবে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব প্রতিনিধি, মিরসরাই (চট্টগ্রাম)।।

আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ