চট্টগ্রামের মিরসরাইয়ে পেশাদার সাংবাদিকদের সংগঠন ‘মিরসরাই উপজেলা প্রেস ক্লাব’র- ২০২৫ সালের ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ জানুয়ারি) বিকালে সংগঠনের নিজ কার্যালয়ে এই আয়োজন সম্পন্ন হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন, জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ এটিএম সিফাতুল মাজদার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইসমাইল হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবির খান, শিক্ষা কর্মকর্তা ফজলুল করিম, জনস্বাস্থ্য প্রকৌশলী সাঈদ মাহমুদ, যুব উন্নয়ন কর্মকর্তা শাহ আলম, প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজের অধ্যক্ষ নুরুল আবচার, মিরসরাই উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক নিজামী, প্রেসক্লাবের সাবেক সভাপতি বিপুল দাশ, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, দৈনিক বণিক বার্তা এবং বিজয় টিভি প্রতিনিধি রাজু কুমার দে, দৈনিক প্রথম আলোর মিরসরাই প্রতিনিধি ইকবাল হোসেন, সিনিয়র সাংবাদিক আবু সুফিয়ান, দৈনিক ইনকিলাব এবং দৈনিক আজাদী মাল্টিমিডিয়া মিরসরাই প্রতিনিধি ইমাম হোসেন, বাংলা টিভির মিরসরাই প্রতিনিধি দিদারুল আলম, মোহনা টিভির মিরসরাই প্রতিনিধি কামরুল ইসলাম, দৈনিক জনতার মিরসরাই প্রতিনিধি আব্দুল মান্নান রানা, দৈনিক বাংলাদেশ সমাচারের মিরসরাই প্রতিনিধি বাচ্চু পাটোয়ারী কমল, দৈনিক স্বদেশ প্রতিদিনের মিরসরাই প্রতিনিধি জাবেদ হোসাইন, দৈনিক দেশ তথ্য বাংলার মিরসরাই প্রতিনিধি জিয়াউর রহমান জিতু এবং ভোরের ডাকের মিরসরাই প্রতিনিধি এমদাদুল হক ভূঁইয়া সহ আরও অনেকে।