ঢাকা
খ্রিস্টাব্দ

সমস্যা সমাধানের আশ্বাস

ফেনী নদীর মিরসরাই অংশে 'ভাঙ্গন' পরিদর্শনে বিএনপি নেতা নুরুল আমিন

জানালেন ব্যবস্থা নেওয়ার আশ্বাস, সরাসরি যোগাযোগের আহ্বান
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব প্রতিনিধি | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
মিরসরাই (চট্টগ্রাম)
বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫, ৯.০৬ অপরাহ্ন

আপডেট : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫, ৯.২৪ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1110825 জন

  • নিউজটি দেখেছেনঃ 1110825 জন
ফেনী নদীর মিরসরাই অংশে  'ভাঙ্গন' পরিদর্শনে বিএনপি নেতা নুরুল আমিন
-নদী ভাঙন পরিদর্শনে উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন, ছবি।

ফেনী নদীর মিরসরাই অংশে নদী ভাঙ্গন পরিস্থিতি সরজমিনে পরিদর্শন করেছেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং সাবেক উপজেলা চেয়ারম্যান নুরুল আমিন। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) তিনি করেরহাট এলাকার ভাঙ্গন প্রবণ জমি দেখতে যান এবং সেখানে নদী ভাঙ্গনের তীব্রতা দেখে তিনি গভীর উদ্বেগ  প্রকাশ করেন।  


এ সময় নুরুল আমিন বলেন, "এই ধরনের ভাঙ্গন এলাকাবাসীর জন্য অত্যন্ত ক্ষতিকর। নদী ভাঙ্গনের সাথে জড়িত সকলের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।" তিনি আরও বলেন, "এ ব্যাপারে যে কোনো সমস্যা বা অভিযোগ নিয়ে অনায়াসে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন।"


এনিয়ে স্থানীয় সাংবাদিকদের প্রতিবেদনে-  'রাতের আধারে নদীর পাশের কৃষি জমি কেটে বালু উত্তোলনের সংবাদ গণমাধ্যমে আসে। তুলে ধরা হয় নদী ভাঙনের সচিত্র প্রতিবেদন। বিষয়টি বিএনপি নেতা নুরুল আমিনের নজরে আসলে তিনি ছুটে যান।'


তিনি স্থানীয় জনগণের পাশে দাঁড়িয়ে তাদের সমস্যা সমাধানে উদ্যোগী হওয়ারও আশ্বাস দেন।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | সারাদেশ
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব প্রতিনিধি | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
মিরসরাই (চট্টগ্রাম)
বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫, ৯.০৬ অপরাহ্ন
আপডেট : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫, ৯.২৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ