ঢাকা
খ্রিস্টাব্দ

ভাষাবিজ্ঞানী ড. মনিরুজ্জামান আর নেই

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

অনলাইন ডেস্ক :

আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1768652 জন

  • নিউজটি দেখেছেনঃ 1768652 জন
ভাষাবিজ্ঞানী ড. মনিরুজ্জামান আর নেই
ছবি : সংগৃহীত

একুশে পদকপ্রাপ্ত ভাষাবিজ্ঞানী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সাবেক ডিন ড. মনিরুজ্জামান মারা গেছেন। মঙ্গলবার (২৭ আগস্ট) বিকেল ৫টায় রাজধানীর ইবনে সিনা হাসপাতালে মারা যান তিনি। তার সময় বয়স হয়েছিল ৮৫ বছর।


জানা যায়, ২০১২ সালে তিনি ক্যান্সারে আক্রান্ত হন।



নিয়মিত চিকিৎসায় তখন কিছুটা সুস্থ হলেও গেল বছরের ডিসেম্বরে তার অবস্থার অবনতি হয়। পরে চলতি বছরের ফেব্রুয়ারিতে তাকে রেডিওথেরাপি দেওয়া হয়। এর পর থেকে রাজধানী ঢাকার নিজ বাসভবনে চিকিৎসা নিতে থাকেন তিনি। তবে বিগত কয়েক দিনে তার শরীরে ইন্টারনাল ব্লিডিং হওয়ার ফলে তিনি এনিমিক হার্ট ফেলিওর অবস্থায় চলে যান।


অবস্থার অবনতি হওয়ায় তাকে রাজধানী ঢাকার ইবনে সিনা হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।

চবির গুণী এই অধ্যাপক একুশে পদক, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারসহ দেশে-বিদেশে বহু পুরস্কারে ভূষিত হয়েছেন। তিনি ছিলেন একাধারে ভাষাবিজ্ঞানী, গবেষক, লেখক, সাহিত্যিক, গ্রন্থাকার ও নজরুল গবেষক।



ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কলা ও মানববিদ্যা অনুষদের ডিন। দক্ষতার সঙ্গে পালন করেছেন নিজ বিভাগে সভাপতির দায়িত্ব।

এ ছাড়া তিনি চবির নজরুল গবেষণা ইনস্টিটিউটের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। নিজ উদ্যোগে প্রতিষ্ঠা করেছেন আদিয়াবাদ সাহিত্য ভবন, ভাষাতত্ত্ব কেন্দ্র ও নিসর্গ বার্তা (আন্তর্জাতিক সাহিত্য পত্রিকা)। এ ছাড়া দেশের বিভিন্ন সংস্থা ও সেবামূলক প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত দেশবরেণ্য এই অধ্যাপক।



ধানমণ্ডি তাকওয়া মসজিদে বাদ এশা তার প্রথম জানাজা এবং তার গ্রামের বাড়ি আদিয়াবাদের প্রফেসর মনিরুজ্জামান প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আগামীকাল সকাল ১১টায় দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

অনলাইন ডেস্ক :

আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন