ঢাকা
খ্রিস্টাব্দ

মগবাজারে দরজা ভেঙে চলচ্চিত্র পরিচালকের মৃতদেহ উদ্ধার

দৈনিক লাল সবুজ বাংলাদেশ


আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1881230 জন

  • নিউজটি দেখেছেনঃ 1881230 জন
মগবাজারে দরজা ভেঙে চলচ্চিত্র পরিচালকের মৃতদেহ উদ্ধার
ছবি : সংগৃহীত

রাজধানীর হাতিরঝিল থানাধীন মগবাজার দিলু রোডের একটি মেছ থেকে চলচ্চিত্র পরিচালক এম এ আউয়ালের (৫৫) মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।


হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মো: এনামুল হক বলেন, গতকাল মঙ্গলবার রাতে তার সহকর্মীরা বাসায় গিয়ে তাকে ডাকাডাকি করে কোন সাড়াশব্দ না পেয়ে, আমাদের সংবাদ দেন। পরে দরজা ভেঙে দেখতে পান, তিনি মৃত অবস্থায় বিছানায় পড়ে আছেন।


পরে রাত আনুমানিক সাড়ে বারোটার দিকে সেখান থেকে তার মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তার লোকজনদের সঙ্গে কথা বলে জানাগেছে তিনি দীর্ঘ দিন অসুস্থ ছিলেন। এবং অবিবাহিত ছিলেন। সেখানে তিনি কয়েকজন মিলে মেছ করে থাকতেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অসুস্থতার কারণেই তার মৃত্যু হয়েছে।


এছাড়াও অন্য কোনো কারণ রয়েছে কিনা তা ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার বলে জানা যাবে।
নারায়ণগঞ্জের ফতুল্লায় তার গ্রামের বাড়ি। বর্তমানে মগবাজার দিলু রোডের একটি ভবনের পঞ্চম তলায় ভাড়া বাসায় থাকেতন।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ



আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন