জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘প্রত্যেকটি রাজনৈতিক দল নিজেদের আখের গোছাতে ব্যস্ত, কেউ দেশের চিন্তা করছে না। এখনো সিন্ডিকেট, চাঁদাবাজি, দখলবাজি চলছে। বিভিন্ন গোষ্ঠীকে চাঁদা দিতে হয় বলে দ্রব্যমূল্য বাড়ছে।’
গতকাল শনিবার ময়মনসিংহ নগরীর টাউনহলের অ্যাডভোকেট তারেক স্মৃতি মিলনায়তনে জুলাই বিপ্লবোত্তর আকাঙ্ক্ষা ও সম্ভাবনা শীর্ষক সেমিনারে এসব কথা বলেন তিনি।
সারজিস বলেন, ‘যারা এখনো চাঁদাবাজি করছে তাদের নাম কেউ বলছে না। এমনটা হলে প্রত্যাশিত সংস্কার সম্ভব নয়।’
জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষার বাস্তবায়ন করতে কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, ‘২৪ এর গণঅভ্যুত্থানের মতো সবাইকে সিনা টান করার অভ্যাস জারি রাখতে হবে।’
সামাজিক সংগঠন আস-সিরাজের আয়োজনে এ সেমিনারে ২০১৩ সালের শাপলা চত্বর ও ‘২৪ এর গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণ করা হয়।