ঢাকা
খ্রিস্টাব্দ

বিএনপির নেতাকর্মীরা ঘর ছাড়া হয়েছে কিন্তু দেশ ছাড়া হয়নি

..... কাজী রওনাকুল ইসলাম টিপু
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

জালিস মাহমুদ | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
পিরোজপুর
শনিবার, ০৮ মার্চ ২০২৫, ১১.১৩ অপরাহ্ন

আপডেট : শনিবার, ০৮ মার্চ ২০২৫, ১১.১৩ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 984346 জন

  • নিউজটি দেখেছেনঃ 984346 জন
বিএনপির নেতাকর্মীরা ঘর ছাড়া হয়েছে কিন্তু দেশ ছাড়া হয়নি
ছবি : সংবাদদাতা প্রেরিত।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র কেন্দ্রীয় নির্বাহী কমিটি বন ও পরিবেশ বিষয়ক সহ-সম্পাদক ও পিরোজপুর জেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক কাজী রওনাকুল ইসলাম টিপু বলেছেন, আমরা বাংলাদেশী জাতীয়তাবাদে বিশ্বাসী, আমরা এ দেশে যারা বাস করি, আমাদের পালানোর কোন জায়গা নেই। আমরা জেল খেটেছি, ঘর ছাড়া হয়েছি, দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঘুরছি কিন্তু কখনও দেশ ছেড়ে পালাইনি। আমরা ঘর ছাড়া হয়েছি, কিন্ত কখনও দেশ ছাড়া হইনি। বিএনপি নেতাকর্মীদের দেশের বাইরে থাকার কোন জায়গা নেই।


তিনি বলেন, আমরা বাংলাদেশী জাতীয়তাবাদে বিশ্বাসী। যেকারণে আমাদের শত্রু বেশি। আমরাই একমাত্র দল যাদের দেশের বাহিরে কোন প্রভু নেই। আমাদের দেশের বাহিরে বন্ধু আছে, কিন্ত কোন প্রভু নেই। অনেক দল আছে যাদের দেশের বাহিরে প্রভু আছে, কিন্ত আমাদের কোন প্রভু নেই। অনেকের ভারত, পাকিস্তান, রাশিয়ায়,  মার্কিন যুক্তরাষ্ট্রে প্রভু আছে কিন্ত আমাদের কোন প্রভু নেই।


শুক্রবার (৭ মার্চ) বিকেলে পিরোজপুর পৌর বিএনপির আয়োজনে জেলা বিএনপি কার্যালয়ে ‘তারেক রহমান এর ঐক্যের ডাক’ কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এলিজা জামান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আবুল কালাম আকন, নজরুল ইসলাম খান, আব্দুস সালাম বাতেন, শেখ হাসানুল কবির লীন, আখতারুজ্জামান শেখ রাহাদ, মো. জাকির হোসেন রোকন প্রমুখ। 


কর্মী সভায় সভাপতিত্ব করেন পৌর বিএনপির আহ্বায়ক শেখ শহিদুল্লাহ শহিদ। অনুষ্ঠানটি সঞ্চালন করেন সদস্য সচিব সরোয়ার হোসেন হাওলাদার।



নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

জালিস মাহমুদ | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
পিরোজপুর
শনিবার, ০৮ মার্চ ২০২৫, ১১.১৩ অপরাহ্ন
আপডেট : শনিবার, ০৮ মার্চ ২০২৫, ১১.১৩ অপরাহ্ন