ঢাকা
খ্রিস্টাব্দ

ফের করোনা আতঙ্ক, শনাক্তের হার ৭৫ শতাংশ

সতর্ক থাকার আহ্বান স্বাস্থ্য অধিদপ্তরের
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
সোমবার, ০৯ জুন ২০২৫, ২.৫১ পূর্বাহ্ন

আপডেট : সোমবার, ০৯ জুন ২০২৫, ২.৫১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 573268 জন

  • নিউজটি দেখেছেনঃ 573268 জন
ফের করোনা আতঙ্ক, শনাক্তের হার ৭৫ শতাংশ
- ছবি ইন্টারনেট।


দেশে ফের বাড়তে শুরু করেছে প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ। রোববার (৯ জুন ২০২৫) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় মাত্র ৪টি নমুনা পরীক্ষায় ৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার দাঁড়িয়েছে উদ্বেগজনক ৭৫ শতাংশে। তবে এ সময়ে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি


স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, শনাক্ত হওয়া তিনজনই ঢাকার বাসিন্দা। এর আগে, ৫ জুন বৃহস্পতিবার দীর্ঘদিন পর দেশে করোনায় একজনের মৃত্যু হয়। সবশেষ তথ্যমতে, দেশে এ পর্যন্ত মোট ২৯ হাজার ৫০০ জন করোনা ভাইরাসে প্রাণ হারিয়েছেন।


করোনা থেকে সুস্থতার হার সন্তোষজনক থাকলেও সংক্রমণের এই হঠাৎ ঊর্ধ্বগতি নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। গত একদিনে সুস্থ হয়েছেন ৬ জন। ফলে এখন পর্যন্ত করোনা থেকে মোট ২০ লাখ ১৯ হাজার ৩৬৩ জন ব্যক্তি সুস্থ হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, দেশে এখন পর্যন্ত ১ কোটি ৫৭ লাখ ২৬ হাজার ২৩৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে।


এদিকে, প্রতিবেশী দেশ ভারতেও নতুন করে করোনা সংক্রমণের হার বাড়তে শুরু করেছে, যা বাংলাদেশেও প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।


সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় জনসমাগমপূর্ণ এলাকায় মাস্ক পরিধান বাধ্যতামূলক করার আহ্বান জানিয়েছে। বিশেষ করে বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের জনবহুল স্থান এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।


রেলপথ মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ঈদ পরবর্তী ট্রেন যাত্রায় সকল যাত্রীকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং মাস্ক পরার নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে।


উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জন করোনা রোগী শনাক্ত হয় এবং ১৮ মার্চ প্রথম মৃত্যুর ঘটনা ঘটে। ভয়াবহতম সময় ছিল ২০২১ সালের আগস্ট মাস, যখন একদিনে সর্বোচ্চ ২৬৪ জন মারা যান।


🔺 সতর্কতা জরুরি

বিশেষজ্ঞরা বলছেন, করোনা সংক্রমণের হার এভাবে হঠাৎ বাড়া ভবিষ্যতে আরও জটিল পরিস্থিতির ইঙ্গিত হতে পারে। তাই আগেভাগেই সচেতন না হলে ফের লকডাউন বা কড়াকড়ি ফিরিয়ে আনার প্রয়োজন হতে পারে।


📌 সতর্ক থাকুন, মাস্ক পরুন, জনসমাগম এড়িয়ে চলুন।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
সোমবার, ০৯ জুন ২০২৫, ২.৫১ পূর্বাহ্ন
আপডেট : সোমবার, ০৯ জুন ২০২৫, ২.৫১ পূর্বাহ্ন