ঢাকা
খ্রিস্টাব্দ

বন্যার্তদের সহায়তায় তিন দপ্তরের কর্মচারীরা দিলেন ৯৯ লাখ টাকা

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

অনলাইন ডেস্ক :

আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1775659 জন

  • নিউজটি দেখেছেনঃ 1775659 জন
বন্যার্তদের সহায়তায় তিন দপ্তরের কর্মচারীরা দিলেন ৯৯ লাখ টাকা
ছবি : সংগৃহীত

বন্যায় ক্ষতিগ্রস্তদের সহযোগিতার জন্য অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, জাতীয় রাজস্ব বোর্ড এবং জাতীয় সঞ্চয় অধিদপ্তরের আওতাধীন সব দপ্তর-সংস্থায় কর্মরত কর্মচারীরা একদিনের বেতন হিসাবে ৯৮ লাখ ৯৪ হাজার টাকা প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।



বৃহস্পতিবার (২৯ আগস্ট) এক বিবৃতিতে এ তথ্য জানিয়ে এনবিআরের পরিচালক (জনসংযোগ) সৈয়দ এ মু'মেন ঢাকা পোস্টকে বলেন, ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত সাধারণ জনগণকে সহায়তা করার লক্ষ্যে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, জাতীয় রাজস্ব বোর্ড এবং জাতীয় সঞ্চয় অধিদপ্তরের আওতাধীন সব দপ্তর-সংস্থায় কর্মরত সব কর্মচারীরা তাদের একদিনের বেতন মোট ৯৮ লাখ ৯৪ হাজার টাকা প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ত্রাণ তহবিলের ব্যাংক হিসাবে জমা দেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন আছে।



২০২৪ সালের আগস্ট মাসে অতিবৃষ্টি ও উজান থেকে নেমে আসা পানিতে দেশের পূর্বাঞ্চলের বিস্তীর্ণ এলাকা বন্যায় প্লাবিত হয়েছে। এতে দশ লক্ষাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়েছে ও ক্ষতিগ্রস্তের সংখ্যা ৫৬ লাখের বেশি। একে অনেক বিশেষজ্ঞ স্মরণকালের ধ্বংসাত্মক বন্যা হিসেবে আখ্যায়িত করেছেন। বন্যার কারণে খেতের ফসল, ঘরবাড়ি, গবাদিপশু, গাছপালা, মাছের খামার, শিল্প-কারখানা ব্যবসা প্রতিষ্ঠানসহ জীববৈচিত্র্যের ব্যাপক ক্ষতি হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে—দেশের নারী, শিশু, বয়োবৃদ্ধ এবং প্রতিবন্ধী জনগোষ্ঠী।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

অনলাইন ডেস্ক :

আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন