ঢাকা
খ্রিস্টাব্দ

চট্টগ্রামে বৈদ্যুতিক শর্টসার্কিটের আগুনে পুড়লো ১৮ ঘর

দৈনিক লাল সবুজ বাংলাদেশ


আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1867999 জন

  • নিউজটি দেখেছেনঃ 1867999 জন
চট্টগ্রামে বৈদ্যুতিক শর্টসার্কিটের আগুনে পুড়লো ১৮ ঘর
ছবি : সংগৃহীত

চট্টগ্রাম :  চট্টগ্রামের আনোয়ারায় বৈদ্যুতিক শর্টসার্কিটের আগুনে ১৮টি বসতঘর পুড়ে গেছে। রবিবার (২৩ জুন) উপজেলার বটতলী ইউনিয়নের পূর্ব বরৈয়া গ্রামের দরুদ্দোজা মেম্বারের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আনোয়ারা ফায়ার সার্ভিস স্টেশন সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।




এ ঘটনায় ১৮ পরিবারের অর্ধশতাধিক সদস্য খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে।




ক্ষতিগ্রস্তরা হলেন হুমায়ুন পারভেজ, মো. ইউনুচ মিস্ত্রী, মো. নুরুল আলম, মো. শাহ আলম, আবদুল মান্নান, আবদুস সবুর, আবদুর রহিম, আবদুল হাকিম, আবদুল গফুর, মো. মহিউদ্দীন মন্টু, আহমদ হাসান, মোহাম্মদ হোসেন, আলমাস খাতুন প্রকাশ লেদুনী, মো. আনোয়ার, আবদুল কাদের, মোহাম্মদ শফিউল আলম, মোহাম্মদ ইদ্রিস ও জেসমিন আক্তার।




আনোয়ারা ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মো.মুজিবুর রহমান বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১ টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ



আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ