ঢাকা
খ্রিস্টাব্দ

সারা দেশে প্রায় ৩৩ হাজার মণ্ডপে পূজা

শারদীয় দুর্গাপূজা: মণ্ডপে ২৪ ঘণ্টা নিরাপত্তা, বসবে না মেলা

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ৩.২০ অপরাহ্ন

আপডেট : সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ৩.২০ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 139049 জন

  • নিউজটি দেখেছেনঃ 139049 জন
শারদীয় দুর্গাপূজা: মণ্ডপে ২৪ ঘণ্টা নিরাপত্তা, বসবে না মেলা


আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে এবার পূজা মণ্ডপগুলোতে ২৪ ঘণ্টা নজরদারি থাকবে। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, নিরাপত্তা নিশ্চিতে প্রতিটি মণ্ডপে পর্যাপ্ত সংখ্যক আনসার সদস্য নিয়োগ দেওয়া হবে। এ বছর পূজার সময় মণ্ডপের আশেপাশে কোনো মেলা বসবে না বলেও তিনি জানান।


সোমবার (৮ সেপ্টেম্বর) শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত এক প্রস্তুতি সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, দেশের সীমান্ত এলাকায় অবস্থিত পূজা মণ্ডপগুলোর নিরাপত্তার দায়িত্বে থাকবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে সারা দেশে পূজামণ্ডপগুলোতে আনসার সদস্য মোতায়েন করা হবে।


তিনি আরও জানান, ঢাকায় প্রতিমা বিসর্জনের জন্য একটি নির্দিষ্ট শৃঙ্খলা বজায় রাখা হবে, যাতে সবাই ক্রমানুসারে বিসর্জন দিতে পারে। এ বছর সারা দেশে প্রায় ৩৩ হাজার মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।


স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, গতবারের মতো এবারও শান্তিপূর্ণভাবে পূজা উদযাপিত হবে। পূজা আয়োজন কমিটি কোনো ধরনের উদ্বেগের কথা জানায়নি। তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় হিন্দু সম্প্রদায়ের নেতারাও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার অঙ্গীকার করেছেন। প্রতিটি মণ্ডপে দিনে তিনজন ও রাতে চারজন করে দায়িত্বে থাকবেন, যাতে ২৪ ঘণ্টা মণ্ডপ পর্যবেক্ষণ করা যায় এবং কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে।


পূজার নিরাপত্তা জোরদার করতে একটি নতুন অ্যাপ চালু করার কথাও জানান জাহাঙ্গীর আলম চৌধুরী। এই অ্যাপের মাধ্যমে কোনো সমস্যা হলে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো যাবে। পাশাপাশি, কোনো ঘটনার সত্যতা যাচাই করারও সুযোগ থাকবে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ৩.২০ অপরাহ্ন
আপডেট : সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ৩.২০ অপরাহ্ন