সোমবার (৮ সেপ্টেম্বর) শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত এক প্রস্তুতি সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, দেশের সীমান্ত এলাকায় অবস্থিত পূজা মণ্ডপগুলোর নিরাপত্তার দায়িত্বে থাকবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে সারা দেশে পূজামণ্ডপগুলোতে আনসার সদস্য মোতায়েন করা হবে।
তিনি আরও জানান, ঢাকায় প্রতিমা বিসর্জনের জন্য একটি নির্দিষ্ট শৃঙ্খলা বজায় রাখা হবে, যাতে সবাই ক্রমানুসারে বিসর্জন দিতে পারে। এ বছর সারা দেশে প্রায় ৩৩ হাজার মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, গতবারের মতো এবারও শান্তিপূর্ণভাবে পূজা উদযাপিত হবে। পূজা আয়োজন কমিটি কোনো ধরনের উদ্বেগের কথা জানায়নি। তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় হিন্দু সম্প্রদায়ের নেতারাও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার অঙ্গীকার করেছেন। প্রতিটি মণ্ডপে দিনে তিনজন ও রাতে চারজন করে দায়িত্বে থাকবেন, যাতে ২৪ ঘণ্টা মণ্ডপ পর্যবেক্ষণ করা যায় এবং কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে।
পূজার নিরাপত্তা জোরদার করতে একটি নতুন অ্যাপ চালু করার কথাও জানান জাহাঙ্গীর আলম চৌধুরী। এই অ্যাপের মাধ্যমে কোনো সমস্যা হলে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো যাবে। পাশাপাশি, কোনো ঘটনার সত্যতা যাচাই করারও সুযোগ থাকবে।