ঢাকা
খ্রিস্টাব্দ

মেট্রোরেলের ভাড়ার বিষয়ে যা বললেন ম্যাস ট্রানজিট সচিব

দৈনিক লাল সবুজ বাংলাদেশ


আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1834984 জন

  • নিউজটি দেখেছেনঃ 1834984 জন
মেট্রোরেলের ভাড়ার বিষয়ে যা বললেন ম্যাস ট্রানজিট সচিব
ছবি : সংগৃহীত

আপাতত মেট্রোরেলের ভাড়া বাড়ানো হয়নি বলে জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের কোম্পানি সচিব (যুগ্মসচিব) মোহাম্মদ আবদুর রউফ।


গতকাল সোমবার (১ জুলাই) সময় সংবাদকে দেয়া সাক্ষাৎকারে এ কথা জানান তিনি।


মেট্রোরেলের টিকিটের ওপর ভ্যাট মওকুফ ছিল, যার সময়সীমা ৩০ জুন শেষ হওয়ার কথা। ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে এই ভ্যাট মওকুফের সময়সীমা বাড়ানোর বিষয়ে কিছু বলেননি অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। ফলে ১ জুলাই নতুন অর্থবছর থেকে মেট্রোরেলের টিকিটে ১৫ শতাংশ ভ্যাট বসার কথা ছিল।


তবে ১৫ শতাংশ ভ্যাট আরোপের সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য বেশ কিছু সীমাবদ্ধতা উল্লেখ করে এনবিআরের কাছে চিঠির মাধ্যমে অনুরোধ জানায় ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। এনবিআরের কাছ থেকে সে চিঠির এখনো কোনো উত্তর আসেনি। ফলে আপাতত ভাড়া বাড়ানো হয়নি বলে জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের কোম্পানি সচিব (যুগ্মসচিব) মোহাম্মদ আবদুর রউফ।


মোহাম্মদ আবদুর রউফ মুঠোফোনে সময় সংবাদকে বলেন, 'আমাদের অবস্থান তো ক্লিয়ার। এনবিআর বলেছে ভ্যাট আরোপ করবে। আমরা তার বিপক্ষে যুক্তি দিয়ে জনস্বার্থে আমাদের অবস্থান তুলে ধরে বলেছিলাম ভ্যাট আরোপের বিষয়টি যেন প্রত্যাহার করা হয় অথবা গতবারের মতো ভ্যাট মওকুফের সময়সীমা বাড়ানো হয়। এই আবেদনটা আমাদের সড়ক পরিবহন ও মহাসড়ক সচিবের মাধ্যমে এনবিআরে গিয়েছে। সেই আবেদনের এখনো কোনো উত্তর আমরা পাইনি। এখন সরকার যে সিদ্ধান্ত গ্রহণ করবে আমরা সেই সিদ্ধান্তে আগাবো। আমরা উত্তরের অপেক্ষায় আছি, আশা করছি মেট্রোরেলের ভাড়া না বাড়ার বিষয়ে একটি ইতিবাচক ফলাফল আসবে।'


যদি আবেদনের উত্তরে ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত হয় তাহলে ১০-এর গুনিতক হিসেবে সিস্টেম আপডেটে আপনারা কোনো জটিলতায় পড়বেন কি না জিজ্ঞেস করা হলে আবদুর রউফ বলেন, 'সরকার যদি সিদ্ধান্ত নেয় তাহলে আমরা সিস্টেম আপডেট করব। সেটা করা যাবে। তবে আমরা আশা করছি এনবিআর আমাদের প্রস্তাব বিবেচনা করবে। আলোচনা হলে একটা ইতিবাচক ফল পাবো। এনবিআর হয়তো ভাড়ার ওপর ভ্যাট আরোপ করবে না। আমরা এ ব্যাপারে আশাবাদী।


এনবিআরের সেই চিঠির পরিপ্রেক্ষিতে ভ্যাট প্রত্যাহারের জন্য ১৯ মে সড়ক পরিবহন ও সেতু বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী পালটা আধা সরকারিপত্র (ডিও) দেন। সেই চিঠির এখনো কোনো উত্তর পায়নি ডিএমটিসিএল। ফলে বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মেট্রোরেলের ভাড়া বাড়ছে না বলে জানিয়েছে ডিএমটিসিএল।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ



আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ