ঢাকা
খ্রিস্টাব্দ

মেট্রোরেলে ভ্যাট বসানোর সিদ্ধান্ত ভুল: ওবায়দুল কাদের

দৈনিক লাল সবুজ বাংলাদেশ


আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1871929 জন

  • নিউজটি দেখেছেনঃ 1871929 জন
মেট্রোরেলে ভ্যাট বসানোর সিদ্ধান্ত ভুল: ওবায়দুল কাদের
ছবি : সংগৃহীত

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মেট্রোরেলে ১৫ শতাংশ ভ্যাট বসিয়ে ভাড়া বৃদ্ধির এনবিআরের সিদ্ধান্ত ভুল ছিল। প্রধানমন্ত্রীকে এনবিআরের সিদ্ধান্তের বিষয়ে জানিয়েছি।


রোববার (১৯ মে) রাজধানীর একটি হোটেলে ঢাকা মেট্রোরেলের ব্র্যান্ডিং উপলক্ষে আয়োজিত সেমিনারে বক্তৃতা করেন তিনি।


সেতুমন্ত্রী বলেন, মেট্রোরেলে সেবা নিতে ১৫ শতাংশ ভ্যাট বসিয়ে ভাড়া বৃদ্ধির এনবিআরের সিদ্ধান্তটি ভুল, প্রধানমন্ত্রীকে এনবিআরের সিদ্ধান্তের বিষয়ে জানিয়েছি।


তিনি বলেন, মেট্রোরেল ব্যবহারে যাত্রীদের অযত্ন-অবহেলা আছে। তাদের আরও সচেতন হতে হবে। ব্যবহারকারীদের মেট্রোরেল ব্যবহার ভালোভাবে শিখতে হবে। শৃঙ্খলা মেনে মেট্রোসেবা নিতে হবে।


কাদের বলেন, সরকারের উন্নয়ন-অর্জনের সঙ্গে দেশের গণপরিবহন সেবায় বৈপরীত্য আছে। সরকারের এত এত উন্নয়ন ম্লান হচ্ছে যখন ঢাকার অবস্থান বাস-অযোগ্য শহরের তালিকায় নাম লিখছে।


সেতুমন্ত্রী বলেন, বিরোধী দলের আন্দোলনের অধিকার আছে, আন্দোলন যদি সহিংসতা হয়, অগ্নিসন্ত্রাস হয়, তাহলে সরকারের পাশাপাশি দল হিসেবেও তা মোকাবিলা করবে আওয়ামী লীগ।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ



আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ