ঢাকা
খ্রিস্টাব্দ

আমার বক্তব্য আর এনসিপি নেতার কথায় মিল নেই : আনিস আলমগীর

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

বিশেষ প্রতিবেদক | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
রবিবার, ১৫ জুন ২০২৫, ১২.২০ পূর্বাহ্ন

আপডেট : রবিবার, ১৫ জুন ২০২৫, ১২.২০ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 537145 জন

  • নিউজটি দেখেছেনঃ 537145 জন
আমার বক্তব্য আর এনসিপি নেতার কথায় মিল নেই : আনিস আলমগীর

কলামিস্ট ও সাংবাদিক আনিস আলমগীর বলেছেন, রামপাল বিদ্যুৎকেন্দ্র বাংলাদেশের অন্যতম আলোচিত-সমালোচিত বিদ্যুৎ প্রকল্প। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক আনু মুহাম্মদ স্যার ও বাম নেতারা এর বিরোধিতা করেছিলেন। সে কারণে শুরুতে আমি এই প্রকল্পের পক্ষে কিংবা বিপক্ষে কোনো মন্তব্য করিনি। পরে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি সংবাদ সম্মেলন করে রামপাল প্রকল্প নিয়ে বিস্তারিত তুলে ধরেন। তিনি তথ্য-উপাত্তসহ একটি দীর্ঘ উপস্থাপনায় প্রকল্পের লাভ-ক্ষতির হিসাব জনসমক্ষে তুলে আনেন। দেশের চরম বিদ্যুৎ সংকটের সময় তার বক্তব্য আমার কাছে অযুক্তিযুক্ত মনে হয়নি। শনিবার (১৪ জুন) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে ‘এনসিপির ‘টোকাই নেতার’ প্রোপাগান্ডা’ শিরোনামে একটি ভিডিও শেয়ার করে এ মন্তব্য করেন তিনি। আনিস আলমগীর বলেন, প্রশ্ন থেকে যায়—ভারত ও বাংলাদেশের যৌথ বিনিয়োগে প্রকল্পটি হলেও, পরিবেশগত ক্ষতির বড় বোঝা আমাদের কাঁধে। তাহলে লাভের ভাগে আমরা পিছিয়ে কেন? এই প্রশ্ন আমি প্রধানমন্ত্রীকে করেছিলাম। সংবাদ সম্মেলনের পর সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা হয়। অনেকেই আমার প্রশ্ন এবং মাছরাঙ্গা টিভির রাজা ভাইয়ের প্রশ্নের প্রশংসা করেন। আমি আমার অবস্থান পরিবর্তন করলেও যারা এই প্রকল্পের বিরোধিতা করেছিলেন, তাদের প্রতি আমি কখনো কটাক্ষ করিনি, এখনো করি না- আমি আমার ব্যক্তি জীবনে অন্যের স্বাধীন মতকে সবসময় সম্মান করি। বরং এশিয়ান টিভিতে আমার টকশোতে সিপিবির প্রিন্স ভাইসহ সংশ্লিষ্টদের বক্তব্য তুলে ধরার সুযোগ করে দিয়েছি তখন। এখন এনসিপি নামের দলটির এক অখ্যাত নেতা, খান মোরসালিন ফেসবুকে আমার বিরুদ্ধে স্ট্যাটাস দিয়ে আমাকে ‘চেনানোর’ চেষ্টা করছেন।


তিনি লিখেছেন, এই আনিস আলমগীর কে জানেন? গণভবনের সংবাদ সম্মেলনে শেখ হাসিনা যখন রামপালের ছাই দিয়ে খালেদা জিয়াকে মেকআপ দেওয়ার কথা বলেন, তখন তিনি দাঁত বের করে হাসছিলেন। শুধু তাই নয়, তিনি সেই সম্মেলনে শেখ হাসিনার কাছে ক্ষমা চান এবং রামপালের বিরোধিতা থেকে সরে এসে হাসিনার গোলামী স্বীকার করেন। পরবর্তীতে যারা তার অবস্থান সমালোচনা করেছে, তাদের তিনি সোশ্যাল মিডিয়া ও টকশোতে গালাগাল করেছেন। অথচ এই বক্তব্য পুরোটাই উল্টো, বিকৃত। আমার বিভিন্ন বক্তব্য কেন মিডিয়াতে যাচ্ছে এই টোকাই সেটা নিয়েও প্রশ্ন তুলেছে, তার জ্বলতেছে। ভাই আমি তো কাউকে বলি না যে আমার বক্তব্য নিয়ে যাও। তোদের মত দুই দিনের বৈরাগীর যদি নিউজের সংকট হয় সেটার জন্য ধৈর্য ধর, চেষ্টা কর। পেছনে লাগার জন্য আর কাউকে পাচ্ছিস না, জাতে ওঠার জন্যও আমাকে দরকার! এমনও তো নয় যে আমি এনসিপি রাজনীতির বিরুদ্ধে কোথাও বক্তৃতা দিচ্ছি। বরং জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করার যে দাবি এনসিপির, তার আমি সমর্থন করে কথা বলছি।


তিনি আরো বলেন, রামপাল বিদ্যুৎকেন্দ্র যে একেবারে বেঠিক সিদ্ধান্ত ছিল না, তা তো আজকের বাস্তবতা বলছে। এই প্রকল্প শেখ হাসিনার আমলে হয়েছে বলে কি নতুন সরকার এটিকে বন্ধ করে দেবে? সরকারের আশীর্বাদে নেতা বনে যাওয়া কিছু ‘টোকাই’প্রোপাগান্ডাবাজদের এসব বাস্তবতা বোঝার ক্ষমতা নেই।


আনিস আলমগীর বলেন, আমি বরং তখন একটি কলামে প্রশ্ন তুলেছিলাম—বাম সংগঠনগুলোর আন্দোলনের শেষ দিকে বিএনপি কেন হাইজ্যাক করলো? সেই লেখাটি তখন যথেষ্ট আলোচিত হয়েছিল। ‘সুন্দরবন বাঁচাও’ নামে একটি পেজ খুলে তখন এই কারণে আমার বিরুদ্ধে গালাগালি ছড়িয়েছিল, ব্যক্তিগত আক্রমণ করেছিল। এখন সেই ইতিহাস উল্টে দিয়ে আমাকে দোষী বানাতে চাইছে এই নির্বোধ। এনসিপির ভবিষ্যৎ কী, আমি জানি না। তবে সংগঠনটিতে কিছু মেধাবী তরুণ আছে, যাদের আমি সম্মান করি এবং ভবিষ্যতে দেশের নেতৃত্বে দেখতে চাই। কিন্তু এই মিথ্যাচার, অপপ্রচারনির্ভর ‘টোকাই’ রাজনীতির কারণে দল হিসেবে তাদের ভবিষ্যৎ নিয়ে আমার সন্দেহ থেকেই যাচ্ছে। সবশেষে সাবেক প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনের একটি ভিডিও সংযুক্ত করে তিনি লিখেছেন, যে প্রশ্ন করেছিলাম, তার ভিডিওটি সংযুক্ত করছি, যা আমার এক ছাত্রের সহায়তায় পাওয়া। আপনারা নিজেরাই প্রমাণ দেখুন—আমি কী বলেছি আর এই ‘টোকাই’ নেতা কী বলছে।কারি কর্মকর্তা।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

বিশেষ প্রতিবেদক | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
রবিবার, ১৫ জুন ২০২৫, ১২.২০ পূর্বাহ্ন
আপডেট : রবিবার, ১৫ জুন ২০২৫, ১২.২০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ